সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:৫৩ সময়
পলাশবাড়ীতে পত্রিকা হকার ও কর্মহীন দুঃস্থদের পাশে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরন করেন উপজেলা অফিসার্স ক্লাব ।
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা অফিসার্স ক্লাবের অর্থায়নে সকল অফিসারদের সহযোগিতায় উপজেলায় কর্মরত পত্রিকার হকার, রং মিস্ত্রি, ডেকোরেটর শ্রমিকদের মধ্যে ১২০ জন দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ম মধ্যবিত্ত পরিবারের অনেক মানুষ লোক-লজ্জার ভয়ে প্রকাশ্যে সহায়তা নিতে পারছেনা। আর সেই সকল মানুষদের জন্য নিজস্ব অর্থায়নে ত্রাণ সহায়তা চালু করেছে পলাশবাড়ী অফিসার্স ক্লাব। এছাড়াও তাহারা সমগ্র উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ীতে স্থানীয় চারমাথা মোড়ে অসহায় পত্রিকা হকারদের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরন করেন অফিসার্স ক্লাবের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। বিতরণকৃত ত্রাণের মধ্যে চাল, ডাল, তেল, লবন, আলু ও সাবান জাতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্যাকেজ হিসেবে প্যাকেটজাত ছিল।
ত্রাণ পেয়ে পত্রিকা ব্যবসায়ী (এজেন্ট) উজ্জ্বল মিয়া বলেন, আমি একজন ক্ষুদ্র পত্রিকা ব্যবসায়ী। আমার অধীনে পত্রিকা বিক্রেতা বা হকার হিসেবে কাজ করে ৫/৬ জন ৷ করোনার এই দূর্যোগে আমার পত্রিকা ব্যবসা পুরোটাই বন্ধ হয়েছে ৷ এখন তো আমি নিজেই চলতে পারি না আবার যে কয়জন হকার আমার অধীনে কাজ করে তারা প্রত্যেকেই একেবারেই দু¯’ অসহায় ৷ আজই প্রথম উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাদের কিছু ত্রাণ বিতরন করলেন ৷ কিন্তু এটা নিছক সামান্যই যা দিয়ে পরিবার পরিজন নিয়ে হয়ত ১/২ দিন কষ্ট করে চালিয়ে নেয়া যাবে বাকী দিনগুলো কিভাবে পার করবো তাই নিয়ে বেশী চিন্তিত আমরা ৷ তবে পর্যায়ক্রমে যদি ত্রাণ বিতরন কার্যক্রমে আমাদের অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমাদের বেঁচে থাকা সম্ভব নয় ৷ ত্রাণ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, ইউএলও আলতাব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রাসেদুজ্জামান, তৌহিদ খন্দকার প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন বলেন, কর্মহীন দরিদ্রদের মাঝে আগামী দিনেও অফিসার্স ক্লাবের নিজস্ব অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে