রাজনৈতিক সংকট সমাধানে প্রয়োজন দেশপ্রেম : ফখরুল
এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহস, ধৈর্য ও দেশপ্রেমের। গত সোমবার দুপুরে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদ’ আট দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেসক্লাবে তার জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘গেরিলা থেকে জননেতা’ প্রদর্শিত হয়। এ ছাড়া প্রেসক্লাব মিলনায়তনে খোকার ওপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন।
বক্তব্য দেন বিএনপির সেলিমা রহমান, কল্যাণ পার্টির প্রধান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক প্রমুখ।