সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:১০ সময়
পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সরকারিভাবে নির্বাচিত হলেন
মোস্তফা মিয়া-পীরগন্জ রংপুর থেকে : রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ৬-ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯ শত ৭২টি, তার মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ৯৩ হাজার ৮ শক ৮৭টি, অবৈধ ভোটার সংখ্যা ৪ হাজার ৩৮টি, সর্বমোট প্রাপন্ত সংখ্যা ৯৭ হাজার ৯ শত ২৫টি এবং প্রাপন্ত ভোটের শতকরা হার ২৯.৩২% । মঙ্গলবার (২১ মে-২৪) সকাল ৮ থেকে বিকেল ৪ঘটিকা পযর্ন্ত ভোট গ্রহনের কাজ হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল আনারস মার্কা নিয়ে ৪৪ হাজার ৫ শত ৯৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর চৌধুরী ঘোড়া মার্কায় নিয়ে ৩৪ হাজার ৬ শত ৮১টি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদে নুর আলম মিয়া যাদু লাঙ্গল মার্কা নিয়ে ১৫ হাজার ৩ শত ৮৪টি ভোট পেয়ে পরাজিত হলেন ।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে শফিউর রহমান মন্ডল মিলন তালা মার্কা নিয়ে ৪১ হাজার ১ শত ৬৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আজাদ বাবলু মাষ্টার চশমা মার্কা নিয়ে ৩৬ হাজার ৭টি, সাগর মিয়া টিউবওয়েল মার্কা নিয়ে ৫ হাজার ৬ শত ৮৪টি, মোনায়েম সরকার মানু টিয়া পাখি মার্কা নিয়ে ৮ হাজার ৩ শত ৭১টি, সালমান সিরাজ রিজু বই মার্কা নিয়ে ২ হাজার ৬ শত ৫৬টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সেলিনা আক্তার শিখা হাঁস মার্কা নিয়ে ৫২ হাজার ৯ শত ৮১টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রওশনআরা( রিনা) কলস মার্কা নিয়ে ৩২ হাজার ৮ শত ০৩টি ও শিরিনা আক্তার ৬ হাজার ২ শত ৩৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।
পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের স্থানীয় প্রশাসন ভোটগ্রহনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছিলেন, এদিন ১২৩টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন, পুলিশ ও আনসার ভিডিপি সদস্য/সদস্যাগণ, ছিলেন ম্যাজিষ্ট্রেট,
নির্বাচন সুষ্ঠু করতে সরকারের বিভিন্ন সংস্থার ছিল সতর্ক নজরদারী। ভোটগ্রহনে নিয়োজিত কর্মকর্তাগণ আন্তরিকতার সাথে দয়িত্বপালন করেছেন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত । তবে বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল তুলনামূলক অনেক কম, এদিকে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় পীরগঞ্জের অভিভাবক বাংলাদেশ সংসদ এর মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন ও ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা কে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন