আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টঙ্গী পশ্চিম থানা বিএনপির শ্রদ্ধা নিবেদন
বশির আলম,টঙ্গী-গাজীপুর :
যথাযোগ্য মর্যাদায় গাজীপুর টঙ্গীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টঙ্গী পশ্চিম থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ,কৃষক দল জিয়া স্মৃতি পরিষদ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুমধুর সুরে কন্ঠ মিলিয়ে টঙ্গী সরকারী কলেজে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি) বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ‘‘বাংলাকে’’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ শাসক গোষ্ঠীর চোখ–রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। সেদিন ছাত্র–ছাত্রীরা মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন বাঙলার বীর সন্তান। ভাষা শহীদদের অন্যতম শহীদ বরকত হচ্ছেন আমাদের গাজীপুরের সন্তান। আর তাদের রক্তের বিনিময়ে ‘বাংলা‘ পেয়েছিল পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষার স্বীকৃতি। তাই তাদের কৃতিত্ব মুছে যাওয়ার নয়। ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুব আলম শুক্কুর বলেন,বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। যেকোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার- মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন। আজ আমরা বলতে পারি দস্যুকে, বর্বরকে এবং দাম্ভিককে: তোমরা আর আমাদের মারতে পারবে না। কেননা বরকত সালাম রক্তের সমুদ্র মন্থন করে আমাদের জীবনে অমরতার স্পর্শ দিয়ে গেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক রাজু মাষ্টার। ৫১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হামিদ, ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শিপন মাহমুদ, ৫৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি ফারুক হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জহির, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, ৫৪ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, টঙ্গী নোয়াখালী সমিতির সভাপতি ইব্রাহিম খলিল, যুবদল নেতা মনির, ছাত্রদল নেতা মশিউর রহমান মাছুম, কৃষক দল নেতা জালাল প্রমুখ।