গাজীপুরে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আলমগীর কবীর :
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন সাইনবোর্ডস্থ কে কে টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত IFIC ব্যাংকের উপশাখা কতৃক আয়োজিত আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ ডিসেম্বর২০২৪ ইং বিকাল ৪.০০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের পূর্ব নির্ধারিত ব্যাংকিং খাতে সচেতনতা বৃদ্ধি,জনমনে নেতিবাচক প্রভাব দূরীকরণসহ গ্রাহক সেবার মান উন্নয়ন ও ব্যাংকিং খাতে সহজিকরণ নানাবিধ সুবিধার কথা তুলে ধরেন এ সেমিনারে।
বাংলাদেশ সরকারের ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আপামর জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বিস্তার অপরিহার্য। জনগণের মাঝে ব্যাংকিং ও আর্থিক সেবা সম্পর্কে সম্যক ধারণা পৌঁছে দেয়া হলে তারা আধুনিক ব্যাংকিং এবং আর্থিক ব্যবস্থা সম্পর্কে অবগত হয়ে প্রাতিষ্ঠানিক আর্থিক পণ্য এবং সেবা গ্রহণে আগ্রহী হবে যা বাংলাদেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক আর্থিক সাক্ষরতা নির্দেশিকা প্রণয়ন করে যাতে ৬ই মার্চ (প্রতিবছর মার্চ মাসের ১ম সোমবার) আর্থিক সাক্ষরতা দিবস পালন করার নির্দেশনাজারী করা হয়, প্রতি বছর সারা দেশে আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে । এ প্রোগ্রামের মাধ্যমে উদবুগ্ধ হয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ব্যাংকিং এ আগ্রহী হবে, সঞ্চয় করবে এবং জীবনমান উন্নত হবে।
গত ১ দশকে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির বিপ্লব হয়েছে এবং আমরা ধীরে ধীরে বুঝতে শিখছি যে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের প্রধান হাতিয়ার আর্থিক অন্তর্ভুক্তি। আর্থিক সেবাবঞ্চিত সাধারণ মানুষের কাছে সাধ্যের মধ্যে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছানোই হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। ২০১০ সাল থেকেই বাংলাদেশ ব্যাংক এ দেশে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকান্ড প্রবর্তন ও নেতৃত্ব প্রদান করে আসছে। এগুলোর মধ্যে আছে, ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাব যেমন স্কুল ব্যাংকিং হিসাব, পথশিশু ও কর্মজীবী মানুষের ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং মাধ্যমে। আর্থিক অন্তর্ভুক্তি মানে শুধু টাকা গ্রহণ বা পাঠানো নয় বরং মানুষকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসে সঞ্চয়ে আগ্রহী করা, ডিজিটাল লেনদেনের উৎসাহী করা, ক্ষুদ্র-ঋণসহ অন্যান্য ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আশাই আর্থিক অন্তর্ভুক্তি।
আইএফ আইসি ব্যাংক প্রতিবছরের ন্যায় এবারো আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে‘’আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ”প্রতিপাদ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করছে। আইএফ আইসি ব্যাংক পিএলসি সাইন বোর্ড গাজীপুর উপশাখা ০৪ ডিসেম্বর ২০২৪ বুধবার শাখা প্রাংগনে এক সেমিনার এর আয়োজন করে। এতে সাইনবোর্ড গাজীপুর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনায় সাইনবোর্ড গাজীপুর উপশাখার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল তারেক ও বোর্ড বাজার শাখা ব্যবস্থাপক জনাব কফিল উদ্দিন উপস্থিত ছিলেন।