এসএসসি-সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশ ২১ জানুয়ারি ২০২২
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সন্তুষ্ট না হওয়ায় হাজারো শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছে। যাচাই-বাছাই শেষে আগামী ২১ জানুয়ারি২০২২ইং পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩১ ডিসেম্বর২০২১ইং এসএসসি-সমমানের পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। যা শেষ হয় গত ৬ জানুয়ারি।
এ বিষয়ে নেহাল আহমেদ বলেন, ফল পুনর্নিরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ন কমিটি।
এর আগে গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮, যা দেশে এ যাবৎ কালে সর্বোচ্চ।
গত বছর থেকে এবার সার্বিক পাসের হার বেড়েছে ১০.৭১ শতাংশ। ২০২০ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ।
সাধারণ নয়টি শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৯২ হাজার ৩১২ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৬২ হাজার ৬২৫ জন।
মাদ্রাসা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৩.২২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ১৪ হাজার ৩১৩ জন।
আর কারিগরি শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৮৮.৪৯ শতাংশ। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ৫ হাজার ১৮৭ জন।