নজরুল ইসলাম:
গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ দলীয় নেতা প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১ তম জন্মদিন উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের একযুগপূর্তি পালন করে স্কুল কর্তৃপক্ষ। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগর ৩৭ নম্বর ওয়ার্ড তারগাছ কুনিয়া পাচর এলাকায় স্কুল ক্যম্পাসে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের কৃতি সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহাম্মেদ মহি ও কাজী ইলিয়াস আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী শহিদুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুজাফ্ফর আহমেদ,মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল,মহানগর আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন সরকার,এসএম শামীম,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ কুমার মল্লিক বাবু,মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ,মহানগর মৎস্যজীবীলীগের সদস্য সচিব মোঃ আসাদুল কবির,মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা,৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল,গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন,বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল সরকার,গাছা থানা আওয়ামীলীগ নেতা হাজী আদম আলী,মোঃ শাহীন আহম্মেদ,গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার,মোঃ ইসমাঈল হোসেন,গাছা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম শফিক,মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদ্দাম হোসেন তন্ময় প্রমুখ। ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন,এত অল্প সময়ে প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে যা আমি কল্পনাও করতে পারি নাই, যেখানে বিশাল পুকুর ছিল ? মাটি ভড়াট করে এলাকাবাসীর সহযোগিতায় আজ বিদ্যালয়টি আপনাদের মাঝে দৃশ্যমান। এ জন্য কুনিয়া,চান্দরা তথা গাছাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।
এর আগে প্রতিমন্ত্রী ফিতা কেটে শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত প্রধান ফটক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অপরদিকে অনুষ্ঠানে মানব কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদ্দাম হোসেন তন্ময় বিদ্যালয়ের দাতা সদস্য হিসাবে এককালীন ৬ লাখ টাকার চেক প্রদান করেন।
আলোচনা শেষে কেক কেটে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১ তম জন্মদিন পালন করা হয়। জন্মদিন পালন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই,মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি।