বন্যা কবলিত সিলেটের মানুষ বিশুদ্ধ পানির চরম দুর্ভোগে
নিজস্ব প্রতিবেদক:
টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে তিন দিন ধরে সিলেটে এখন বন্যা। বিভিন্ন উপজেলাসহ সিলেট নগরী এখন পানিতে টইটম্বুর। পানির নিচে রাস্তাঘাট,বাসাবাড়িতে পানি প্রবেশ করাসহ বিভিন্ন দুর্ভোগে জর্জরিত সিলেটের মানুষ। এবার নতুন করে শুরু হয়েছে বিশুদ্ধ পানির অভাব।
তাই মনের ক্ষোভ প্রকাশ করে নগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা মাসুম মিয়া প্রতিবেদকের কাছে বলেন, ‘হায় রে পানি! ও পানি, তুই আমরারে (আমাদের) আর কত জ্বালাইবি। তুই এমনেও মারছোস, অমনেও মার রে।
তিনি আরও বলেন, তিন দিন থেকে এমনিতেই ঘরে হাঁটুপানি নিয়ে কোনোমতে আছি। বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছি না। দুই দিন ধরে জমানো পানি দিয়েই কোনোমতে খেয়ে বেঁচে আছি। এলাকা পানিতে তলিয়ে গেছে। এখন বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে হচ্ছে।
সিলেট নগরীর লালদিঘিরপার,শেখঘাট,তালতলা,মাছিমপুর,ছড়ারপার,মেন্দিবাগ,যতরপুরসহ বেশ কয়েকটি এলাকায়ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
এসব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছেন মানবিক টিম সিলেটের সদস্যরা। বোতলভর্তি পানি ভ্যানগাড়িতে করে তারা বন্যাকবলিত এলাকায় বিতরণ করছেন।
এ বিষয়ে মানবিক টিমের প্রধান সমন্বয়ক শফি আহমদ বলেন, দুপুর থেকেই অনেকেই বিশুদ্ধ পানির জন্য আমাকে ফোন করছেন। আমি আমার সাধ্যমতো বোতলের বিশুদ্ধ পানি নিয়ে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করার জোর দাবি জানান।