গাইবান্ধায় র্যাবের অভিযান ৩৬৪ বোতল ফেন্সিডিল ও গাঁজা সহ ৩ মাদক কারবারি আটক।। মালবাহী ট্রাক জব্দ
আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ
সারাদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখার লক্ষ্যে র্যাপিড এ্যাকশনব্যাটালিয়ন (র্যাব) সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকাপালন করে আসছেন। র্যাবের নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধ চক্র, মাদক কারবারি ও ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাত সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযান চালিয়ে আসছেন র্যাব। সাংবাদিক সুত্রে জানা গেছে শুক্রবার ০৬ অক্টোবর২০২৩ খ্রিঃরাত ০১.২০ ঘটিকায় গাইবান্ধা র্যাব-১৩, একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারে পাথরবাহী একটি ট্রাক রংপুর থেকে বগুড়ার দিকেফেন্সিডিল ও গাঁজা নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে যাচ্ছে । গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড় চার মাথামায়ামনি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর -টু-ঢাকা গামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে গাড়ি ও ট্রাকে অভিযান পরিচালনা করে ৩ জন মাদক কারবারি ও ব্যবসায়ী কে আটক করেন র্যাব সদস্য। সেই সাথে তাদের একটি ট্রাক জব্দ করা হয়। আটকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব সিন্ধুরনা গ্রামের শ্রী সনাতন বর্মণের ছেলে ১. সুমন্তসাগররায়অন্তর(২০), টংভাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মিঠুন(২৬), উত্তর সিন্ধুরনা গ্রামের শ্রী ময়েশ চন্দ্রের ছেলে শ্রী অনিত্য চন্দ্র জীবন(২১), কে অবৈধ মাদকদ্রব্য ৩৬৪ (তিনশত চৌষট্রি) বোতল ফেন্সিডিল, ১০ ( দশ) কেজি শুকনা গাঁজা এবংএকটি ট্রাক জব্দ সহ আটক করা তাদেরকে মাদক কারবারি ওব্যবসায়ীগন সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহকরেবিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। প্রাথমিকজিজ্ঞাসা বাদে, গ্রেফতারকৃত মাদক কারবারি ও ব্যবসায়ীগন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন উক্ত ঘটনার সাথে জড়িতঅন্যান্য মাদক কারবারি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। ধৃতআসামীদের বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।