গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন
তানিন আফরিন গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ কামাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির,। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাদুল্লাপুর, পলাশবাড়ী, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পৌরসভাসহ ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলা দল। আগামী ৭ অক্টোবর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।