পীরগঞ্জে পরিত্যাক্ত কুয়ায় পড়ে শিশু সন্তান সহ মৃত্যু-২
মোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকে
রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে পরিত্যাক্ত মাটির কুয়ায় পড়ে ১ শিশু সন্তান সহ ২ জনের মৃত্যু হয়েছে । এ ঘটনা ঘটে শুক্রবার দুপুরে ।
গ্রামবাসী জানায়, জয়পুর গ্রামের আঃ হালিম এর শিশু পুত্র জিম বাবু (৭) উক্ত সময় ক’জন শিশুর সঙ্গে খেলা করছিল।এ সময় জিম বাবু অসাবধানঃবসত একটি পরিত্যাক্ত কুয়ায় পড়ে যায় । বিষয়টি জানতে পেয়ে জিমকে উদ্ধারে প্রতিবেশী মিজানুর রহমান (৩৩) সহ আরও ১ জন কুয়ায় নামলে তারাও উপরে উঠতে ব্যর্থ হয় ।পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শিশু সন্তান সহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । সেখানে সংশ্লিষ্ট চিকিৎসক শিশু সন্তানটি সহ মিজানুরকে মৃত্যু ঘোষনা করেন ।