কুষ্টিয়ায় শিশু হত্যা করায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড
ওয়াহিদুজ্জামান অর্ক,কুষ্টিয়া থেকে:
কুষ্টিয়া জেলা জজ আদালতে পাঁচ বছরের শিশু পুত্র শাহিন কে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ায়ে হত্যা করার জন্য সৎমা নাসিমা খাতুন(৩৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার ৮ জানুয়ারী২০২৩ইং দুপুর বারোটার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -১ এর বিচারক তাজুল ইসলাম এ রায় দেয়। রায় ঘোষণার সময় আসামী আদালতে হাজির ছিল পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে।
দণ্ডপ্রাপ্ত নাসিমা খাতুন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর ভবানীপুর গ্রামের অন্তর মৃধার কন্যা। সে খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের বাদশা প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে ঈদ উপলক্ষে জামা কেনার জন্য দুই সন্তানকে বাদশার বাড়ি দিয়ে যায় আগের পক্ষের স্ত্রী র পিতা। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরের খাবার খাওয়ার সময় ছোট ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দেয় শাহিনের সৎ মা নাছিমা বেগম।
খাবার খেয়ে শাহিন অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শিশু শাহিন (৫)মারা যায়। এই ঘটনার পরের দিন নাছিমার স্বামী খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের হাচেন প্রামাণিকের ছেলে বাদশা বাদী হয়ে খোকসা থানা একটি মামলা দায়ের করেন।মামলায় গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে নাছিমা সৎ ছেলে শাহিনকে হত্যার কথা স্বীকার করেন। এবং ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।