গাজীপুরে ১২ দফা দাবি আদায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দীর্ঘ যানজট
আলমগীর কবীর:
মঙ্গলবার (১ অক্টোবর)২০২৪ইং সকাল থেকে গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন। চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ভোগড়া বাইপাস কোনাবাড়ী চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা জানান, তৈরি পোশাক উৎপাদনকারী টিএনজেড গ্রুপের প্রতিষ্ঠান এ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা গত জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কাজ করেন। ১৭ তারিখ বিনা নোটিশে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
পরেরদিন জুন মাসের বকেয়া বেতন পরিশোধ করলেও জুলাই মাসের শ্রমিকদের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। কলকারখানা অধিদপ্তরে মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ২৬ সেপ্টেম্বর বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়। তবে সেদিনও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করতে ব্যর্থ হলে সোমবার সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে প্রায় ৯ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে । যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় ।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্কাউট অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের অধ্যক্ষ শহিদুল ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন ঐ কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে মৌচাক এলাকাতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তাদের দাবি এই শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত মহাসড়ক ছেড়ে যাবেন না তারা।