: গাজীপুরের টঙ্গীতে পাঠক নন্দিত গনমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। রোববার দুপুরে টঙ্গী থানা প্রেসক্লাবের হলরুমে কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান পালিত হয়। এসময় বস্তুনিষ্ঠ সংবাদের ধারক বাংলাদেশ বুলেটিনের ৬ বছরের পথ চলা নিয়ে নানামুখী সৃজনশীল বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।
দৈনিক বাংলাদেশ বুলেটিনের টঙ্গী প্রতিনিধি বি এ রায়হানের সভাপতিত্বে ও টঙ্গী থানা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের গাজীপুর মহানগর প্রতিনিধি মোহাম্মদ আলী ভুঁইয়া, সিনিয়রর সাংবাদিক এস এম মনির উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের আফজাল হোসেন, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহাজাদা সেলিম লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুগান্তরের আব্দুল গাফফার,দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি সুব্রত দাস, আনোয়ার হোসেন, লুৎফুজ্জামান লিটন, সমকালের আবু সালেহ মুসা, আজকের পত্রিকার নাইমুল ইসলাম, মাই টিভির গোলাম আজাদ, সংবাদ মোহনার তাওহীদুল ইসলাম, খোলা কাগজের সুজন সারোয়ার, নওরোজের জাহাঙ্গীর আকন্দ, আনন্দ টিভির শেখ রাজিব হাসান, বাংলাদেশ সমাচারের পলাশ সরকার, আমাদের সংবাদের মোস্তফা মিয়া, সাংবাদিক আল-আমিন, রোকসানা পারভীন রুবী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সজল সরকার, ছাত্রলীগ নেতা হায়দার খানসহ টঙ্গীর বিভিন্ন পর্যায়ের সংবাদ কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বুলেটিনে প্রকাশিত সংবাদে বস্তুনিষ্ঠতা, বাস্তবচিত্র তুলে ধরা হয়। আমরা সব সময় এই পত্রিকার সফলতা উত্তর উত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করি।