কালীগঞ্জ দলিল লিখক ও ভেন্ডার সমিতির সভাপতি কাজল ও ছাব্বির সা:সম্পাদক নির্বাচিত
আলমগীর কবীর:
গাজীপুরের কালীগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন গত মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.০০টা হতে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সাব রেজিষ্ট্রি কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে । নির্বাচনে সভাপতি পদে মোঃ আশরাফুল ইসলাম কাজল ৩৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে ছাব্বির আহমেদ (সামাউন খান) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধি সভাপতি পদে নিজাম উদ্দিন ৩২ ও সাধারণ সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান ৪৩ ভোট পান। উপজেলা সাব রেজিষ্ট্রার ও প্রধান নির্বাচন কমিশনার খন্দকার গোলাম কবির ভোট গণনা শেষে বিকাল সাড়ে ৫টায় ফলাফল ঘোষনা করেন।
এছাড়াও সহ সভাপতি পদে আব্দুর রশিদ মোক্তার ও মোঃ হায়দার আলী শেখ সমান ৪৯ ভোট পাওয়ায় তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। সহ সাধারণ সম্পাদক পদে মোঃ মাহবুব আলম ৫৭, সাংগঠনিক পদে মোঃ মুজিবুর রহমান ৬৯, কোষাধ্যক্ষ পদে মোঃ আবু তাহের ৫৭, দপ্তর সম্পাদক পদে মোঃ সাইফুল শেখ ৫৬, প্রচার সম্পাদক পদে তরিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় ও সদস্য পদে মোঃ মুনছুর আহমেদ শেখ ৬৮, মোঃ শাখাওয়াত হোসেন শাহীন ৬০ এবং হাবিব রানা ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা সাব রেজিষ্ট্রার ও প্রধান নির্বাচন কমিশনার খন্দকার গোলাম কবির জানান, কালীগঞ্জ সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচনে মোট ১০০ জন ভোটারের মধ্যে ৯৯জন ভোট দেয়। নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ারুল হক বাচ্চু, সোলায়মান খান ও আশরাফুল আলম।