সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন মিসেস আফরোজা বারী
তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ
২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে
নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করতে চান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ
সভাপতি আফরুজা বারী।
তিনি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে অবস্হিত নিজ বাড়িতে সাংবাদিকদের উদ্দেশ্যে জানান,২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করতে চান।
সুন্দরগঞ্জ
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী। বর্তমান সরকারের উন্নয়ন মুলক
কর্মকাণ্ডকে জনসম্মুখে তুলে ধরেন। অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের
গ্রামগঞ্জে ছুটে চলেছেন দিবারত্রী। বিভিন্ন খানে তিনি উঠান বৈঠকে জননেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চান। জনসাধারণের মাঝে তিনি হয়ে
উঠেছেন মানবদরদী রূপে। বেকার,অসহায়,অস্বচ্ছল নারী-পুরুষদের মাঝে হুইল
চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করেন। ব্যক্তিগত অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলা
আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী
শীতে কম্বল ও গরম
কাপড়, জননন্দিত এই নেত্রী বিভিন্ন উৎসব ছাড়াও পবিত্র ঈদ উপলক্ষে মানুষের
মাঝে বিলিয়ে দিয়েছেন,শাড়ী,লুঙ্গি, শেমাই-চিনি ও নগদ অর্থ। মানুষের
ভালোবাসায় নিজেকে করেছেন উৎস্বর্গ। সর্বস্তরে প্রসংসীত তুলনাহীন এই
মহিমান্বিত নেত্রী মুজিব আর্দশের অনুপ্রাণিত হয়ে জায়গা করে নিয়েছেন
সুন্দরগঞ্জ উপজেলার মানুষের মণি কোঠায়। জননেত্রী শেখ হাসিনার কাছে আপামর
জনসাধারণে দাবী তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায়
প্রার্থী হিসেবে দেখতে চান। সুন্দরগঞ্জ উপজেলা নৌকার হাল ধরতে এমন নেত্রীর
প্রয়োজন শতভাগ বলে মনে করেন তৃণমূল নেতাকর্মীগণ।