সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৮:৩৫ সময়
File photo
ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের সদস্যরা টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন পীরগাছা রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় ১০ হাজার কেজি অপরিশোধিত কাঁচা রাবারসহ ২ জনকে আটক করা হয়।
২আর্মড পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার ভোরে ¡ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের সদস্যগণ টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন পীরগাছা রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৮৬৮১) তল্লাসী করে। এসময় কাবার ভ্যানের ভিতর ১০ হাজার কেজি অপরিশোধিত চোরাই কাঁচা রাবার জব্দ করে।