:
গাজীপুর মহানগরের ৩১নং ওয়ার্ডস্থ ধীরাশ্রম এলাকায় আলী আকবর(৪৮) ও আজাহার আলী (৪২) এর পৈত্রিক বসত বাড়িতে লুটপাট ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার ৯ আগস্ট২০২৪ইং দুপুর আনুমানিক ১.৩০ মিনিটের দিকে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একই এলাকার রিনা বেগম (৪২) স্বামী ইদ্রিস আলী, রিনার বেগমের ছেলে অভি ( ২৩) রিনা বেগমের মেয়ে ইভার স্বামী সিয়াম (২৫)সহ অপরিচিত একাধিক সন্ত্রাস প্রকৃতির লোক অতর্কিত হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করে। ভূক্তভোগী আলী আকবর জানান,আমি ধীরাশ্রম বাজারে ইলেকট্রিক ও সেনেটারী সামগ্রীর ব্যবসা করি। আমার স্কুল পড়ুয়া ছেলে আবু সাঈদ জানায়,আমাদের বাড়ীঘর ভাঙ্গাসহ গাছপালা কেটে সাবাড় করছে রীনা বেগমসহ অপরিচিত লোকজন। বাড়ীর গেইট কোপাইতেছে,তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো ।
আকবর আলীর সহোদর আজাহার আলী জানান,আমি এশিয়ান হাইওয়ে ধীরাশ্রম রেলগেট এলাকায় বিকাশ, ফ্লাসিলোড এর ব্যবসা করি। শুক্রবার নামাজের সময় রিনা বেগম, তার ছেলে মেয়ে,মেয়ের জামাইসহ একদল অপরিচিত সন্ত্রাস প্রকৃতির লোক অতর্কিত হামলা চালিয়ে অনেক ক্ষতিসাধন করে। জুম্মার নামাজ শেষে আমি এসে দেখি,আমার ঘরবাড়ি, আসবাবপত্র ভাঙ্গচুর করে শেষ,স্বর্নালোংকারসহ বিকাশ ও নগদ এর নগদ ক্যাশ ১,৬১,০০০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুবৃত্তরা ।
এ দিকে যার বিরুদ্ধে অভিযোগ রীনা বেগম ও তার বাড়ীর লোকজন জানান,পাশাপাশি বাড়ী হওয়ায় যাতায়াতের রাস্তা অপ্রশস্ত এবং সীমানা নির্ধারন সংক্রান্ত জটিলতার কারণে এ বিবাদ । গতকাল শুক্রবার দুপুরের দিকে তার বাড়ীর সীমানা থেকে একটি টিনের বেড়া সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে । এতে উভয় পক্ষই আহত হয় । রীনা বেগম গুরতর আঘাত প্রাপ্ত হয়ে শহীদ তাজ উদ্দিন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । খোঁজ নিয়ে জানা যায়, রীনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । হাসপাতাল সূত্রে জানা যায়,রীনা বেগম এর মাথায়, ঘাড়ে ও বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলে আঘাত প্রাপ্ত এবং শরীরের বিভিন্নাংশে আঘাতে চিহ্ন রয়েছে ।
এলাকাবাসী জানায়,ঐ দুটি পরিবারের মাঝে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের,স্থানীয় কাউন্সিলরসহ এলাকার গন্যমাণ্যরা একাধিকবার সমাধানের চেষ্টা করেছেন,কিন্তু কোন সমাধান হয়নি । আশা করি এলাকার গন্যমাণ্য ব্যক্তিদের নিয়ে এবার একটা সমাধান হবে ।