গাজীপুরের বোর্ড বাজারে পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন ছাত্র সমাজ
গাজীপুর থেকে,রেজানুর ইসলাম :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সংগঠিত গণ অভ্যুত্থানে গত ৫ আগষ্ট ২০২৪ আওয়ামী স্বৈরশাসনের অবসান ঘটেছে। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের পর আবারও স্বাধীনতা লাভ করেছে এদেশের জনগণ। অন্তবর্তীকালীন সরকার গঠনের পূর্বে এই মুহূর্তে রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ, ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য নেই কোনো পরিচ্ছন্ন কর্মী।
একদিকে মহাসড়কে বিশৃঙ্খলা অন্যদিকে পরিবেশ দূষণ এমতাবস্থায় আবারও এগিয়ে এসেছে এদেশের ছাত্র সমাজ। আজ গাজীপুরের বোর্ড বাজার ও এর আশেপাশের এলাকার স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও এর আশেপাশে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা নিজ উদ্যোগে পরিস্কার করেন এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলতে মানুষকে উদ্বুদ্ধ করেন।
এছাড়াও তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনারও দায়িত্ব পালন করেন এসময় মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান করতে, প্রাইভেট কার চালকদের বেল্ট পরতে এবং গাড়ি চালানোর সময় মোবাইলে কথা না বলার জন্য সবাইকে সচেতন করেন।
ছাত্রছাত্রীদের এমন উদ্যোগে পথচারী,ব্যবসায়ী ও এলাকার অভিভাবকরাও অত্যন্ত খুশী। মনির হোসেন নামে একজন অভিভাবক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধিকে বলেন আমাদের ছেলেমেয়েরা দায়িত্ব কাধে তুলে নিতে শিখেছে এটা দেখে খুব ভালো লাগছে। দোয়া করি তারা যেন এভাবেই দেশের প্রতিটি স্তরে সৃষ্টি হওয়া বৈষম্য, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে।