কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সাংবাদিকদের কল্যানে কাজ করে যাওয়া সংগঠন বাংলাদেশ সাংবাদিক জোট। বুধবার সকালে কুষ্টিয়া সদরে গড়াই মহিলা কলেজের হল রুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিকসহ-সভাপতি জাহীদুল ইসলাম মামুন।শেখ মনিরুল ইসলাম খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত। কুষ্টিয়া সাংবাদিক দের মধ্যে আক্তার হোসেন ফিরোজ, ইব্রাহীম হোসেন সম্পাদক দৈনিক জনমতামত, আক্তারুজ্জামান মৃধা পলাশ সম্পাদক সাপ্তাহিক প্রভাষক, ইউসুফ মাহমুদ দৈনিক করতোয়া, রাজিব হাসান দৈনিক কুষ্টিয়া, সালমান শাহরিয়ার বাবু দৈনিক বাহান্ন, আমিন পাটয়ারী ফটো সাংবাদিক, সাহারুল ইসলাম জিটিভি, ব্যক্তি, সাইফুল ইসলাম দেশের পত্র, মোজাম্মেল হক দৈনিক প্রভাষন, আরিফুল ইসলাম মোহনা টিভি, মো মিলন দৈনিকআন্দোলন বাজার, নছিব উদ্দিন সাপ্তাহিক দৌলতপুর বার্তা, ইশা খান প্রতিনিধি আই সি বি এন,মিলন খন্দকার মোহনা টিভি ইবি প্রতিনিধি, রেজা আহম্মেদ জয় দৈনিক খবর পত্র, ওয়াহিদুজ্জামান অর্ক দৈনিক দেশতথ্য , আজিম শেখ দৈনিক দেশের পত্র প্রমুখ।
প্রধান অতিথি মশিউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাওয়া বাংলাদেশ সাংবাদিক জোটের কর্মকান্ড ও পরিকল্পনা ও সুবিধা তুলে ধরেন।
উল্লেখিত সুবিধা গুলো হলো- সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সদস্যদের সল্প খরচে কিংবা বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, সাংবাদিক সন্তানদের জন্য সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ফুল ফ্রি কিংবা অর্ধেক খরচে অধ্যায়নের ব্যবস্থা করা ও মেধাবী সন্তানদের মাসিক বৃত্তি প্রদান, বিভাগ ভিত্তিক শ্রেষ্ট সাংবাদিকদের আর্থিক পুরস্কার প্রদান, যেকোনো সদস্য মৃত্যু বরণ করলে পরিবারকে কমপক্ষ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, পেশাগত দায়িত্ব পালনকালে অঙ্গহানি হলে অনুদান প্রদান, পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্থ কিংবা অন্যায়ের শিকার হলে তাকে সম্মিলিতভাবে আইনগত সহায়তা করা, সাংবাদিকদের নবজাতক সন্তানকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিত সহায়তা প্রদানসহ বেশ কিছু সুবিধা তুলে ধরেন।