প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধা জেল আওয়ামীলীগ এর সমাবেশ ও বিক্ষোভ মিছিল
এস এম ময়নুল,গাইবান্ধা থেকে:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় জেলা আওয়ামীলীগ এর আয়োজনে শনিবারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনানুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি এ্যাড: সৈয়দ শামস উল আলম হিরুর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক মৃদুল মোস্থাফিজ ঝন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড: শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাধারন সম্পাদক আলহাজ্ব এমারুল ইসলাম সাবিন, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, সাধারন সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব প্রমুখ।
সমাবেশ পূর্ববর্তী একটি বিক্ষোভ মিছিল জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে এসে শেষ হয়।