শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, রাত ৩:৪৩ সময়
ফুলছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩মার্চ)২০২৫ ইং বিকেলে ফুলছড়ি উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ম-আহবায়ক আব্দুল মঈন প্রধান লাবু ও আবুল কালাম আজাদ,ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ,এম সোলায়মান শহিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া,উপজেলা বিএনপির সাবেক যুুগ্ম-সাধারণ সম্পাদক টুকু মিয়া,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম মন্ডল লিংকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন,সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল,উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ,সাধারণ সম্পাদক রানা মিয়া, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব,গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম,এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নাদের হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মিঠু মিয়া প্রমুখ।
ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।