মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) সংবাদদাত:
রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর পূর্ব পাড়ার দিপক চন্দ্র সরকারের বাম চোখ টি এখন নষ্টের পথে। লাঠির আঘাতে ক্ষত হওয়া চোখটি উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন । দিপক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক লিখিত অভিযোগ ও মামলার এজাহারে জানা যায়,
উপজেলার একবারপুর পূর্ব পাড়া গ্রামের মৃত্যু অতুল চন্দ্র সরকারের দ্বিতীয় পুত্র প্রমোদ চন্দ্র সরকার ১৭/০৪/১৯৮৪ ইং সনে তার পিতার নিকট হতে ৪৪১৫ দলিল মুলে ২৫ শতক জমি ক্রয় করেন। যাহার খতিয়ান নং ২০৯, জেএল নং ২১৮, সাবেক দাগ নং ২৫৯, হাল দাগ নং ৪৪৬ এবং উক্ত তফসিলে দ্বিতীয় বার ০২/০২/১৯৮৯ ইং তারিখে তার পিতা অতুল চন্দ্র সরকারের নিকট হতে ৭৬৯ দলিল মুলে ১.১২ একর
( এক একর বারো) শতক জমি খাস কবলা মুলে খরিদ করেন। এই নিয়ে মোট ১.৩৭ ( এক একর শাইত্রিশ) শতক জমি বিক্রয়ের পর জমি ক্রেতা তার দ্বিতীয় পুত্র প্রমোদ চন্দ্র সরকার কে বুঝিয়ে দেওয়ার বেশ কিছু দিন পর অতুল চন্দ্র মৃত্যু বরণ করেন।
জমি ক্রয়ের পর প্রমোদ চন্দ্র ঐ জমিতে ৫৫ শতকের একটি পুকুর খনন করে মাছ চাষ সহ অবশিষ্ট জমি ভোগ দখল করে আসছেন, এবং নিজ নামে বর্তমান প্রিন্ট মাঠ পর্চা,খাজনা খারিজও রয়েছে। অতুল চন্দ্র সরকারের প্রথম পুত্র বিমল চন্দ্র সরকার তার পিতার বিক্রিত ঐ তফসিল ভুক্ত জমিতে ৫৫ শতকের পুকুর সহ আংশিক জমিতে জোর পূর্বক দখল করতে প্রায় হুমকি ধামকি দেয়। ফলে গত বছরের ১৮ জুলাই প্রমোদ চন্দ্র বাদী হয়ে রংপুর জজকোর্টে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২০৪।
গত ১৮ ফ্রেব্রুয়ারী বিমল চন্দ্র ও তার বোন কল্পনা রানীর নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র,লাঠিসোটা,নিয়ে প্রমোদ চন্দ্রের পুকুরে মাছ মারতে গেলে পুকুর মালিক বাঁধা দেয় এতে বিমল গংরা প্রমোদ, তার স্ত্রী জোতিকা রানী, দুই পুত্র প্রদীপ ও দিপককে বেদম মারপিট করে এবং দিপকের চোখে লাঠির আঘাতে বাম চোখ টি ফেটে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানার এস আই আক্তার হোসেন ও জাকিরের নেতৃত্বে এক দল পুলিশ এসে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিমল চন্দ্র গংদের বলেন, উপযুক্ত প্রমান ছাড়া প্রমোদ চন্দ্রের ঐ জমি ও পুকুরে কেহই যাবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করেন।