গাইবান্ধায় উচ্চ শিক্ষার ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
বিএসসি বা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে বুধবার সকালে গাইবান্ধায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করে।
মিছিলটি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা বিভিন্ন ধরণের স্লোগান দেয়। সেখানে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী মুনতাসির রহমান, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, আরাফাত হোসেন, আব্দুল কাইয়ুম, ফাহিম মিয়া, কাওসার শেখ, মো. রিহান প্রমুখ।
আট দফা দাবিগুলো হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি বা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করা ও প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করা, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পুর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দেয়া, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারি কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।