গোবিন্দগঞ্জে চানঞ্চল্যকর হত্যা মামলার ১ আসামী গ্রেফতার
তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ
গোবিন্দগঞ্জে চানঞ্চল্যকর রমজান আলী (৬০) হত্যা মামলার অন্যতম আসামি শরিফুল
ইসলাম ভুট্টা কে গ্রেফতার করেছে র্যাব ১৩ । আজ বৃহস্পতিবার বিকালে এক
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী
পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ। তিনি জানান,
গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের রমজান আলীর সাথে একই গ্রামের শরিফুল
ইসলাম ভুট্টুর (৪৫)জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ।গত মঙ্গলবার
(১৪ নভেম্বর) ১০ ঘটিকার সময় ভুট্টুর প্রতিবন্ধী মেয়ে শিমু কে কটু কথা বলা
কে কেন্দ্র করে ভুট্টু মিয়া তার লোকজন নিয়ে রমজান আলীর ওপর আক্রমণ
চালিয়ে গুরুতর জখম করে।
রমজান আলীর আত্নচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে
উদ্ধার করলেও ঘটনাস্থলে সে মৃত্যু বরন করে। এই ঘটনায় রমজানের স্ত্রী
আনোয়ারা বেগম(৪৮) বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন। তিনি আরো জানান, এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুর দেড় ঘটিকার
সময় র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাঘাটা উপজেলার পদুম শহর এলাকা হতে রমজান আলী
হত্যার প্রধান আসামি শরিফুল ইসলাম ভুট্টু কে গ্রেফতার করে। আসামি শরিফুল
ইসলাম ভুট্টু গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা উত্তরপাড়া গ্রামের মৃত শরিফ
উদ্দিন দুদুর ছেলে। আসামি কে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।