গাজীপুরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
শেখ রাজীব হাসান :
গাজীপুরে রাজিবের আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম ও অন্যান্য স্কুলের শিশুদের সমন্বয়ে শিশু উৎসব, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়।
শিশু বন্ধ পরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোলেমান হায়দারের সভাপতিত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য রাজিব হায়দার সাদিম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে কোমল মতি শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন জিএমপি'র অপরাধ দক্ষিণ বিভাগের এডিসি মো: হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মেহেদি হাসান দিপু, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আদিম হায়দার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা লরেন্স ফলিয়া প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা নাট্য চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী উপস্থাপন করেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয় লাভ করেছেন তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।