গাইবান্ধায় তিনটি ইটভাটা বন্ধ
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধায় তিনটি ইটভাটার পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় তিন লাখ টাকা জড়িমানাসহ আগুন নিভিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার ১০ ফেব্রুয়ারী দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার কয়েকটি ইটাভাটায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দীন।
ইটভাটাগুলো হলো, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নওশা আলমের মেসার্স এসএসবি ব্রিকসের একলাখ টাকা, পুলিশ লাইন এলাকার বাবলা মিয়ার এডিবি ব্রিকসের ১ লাখ টাকা ও পাশ্ববর্তী ফ্রেন্ডস ব্রিকসকে ১ লাখসহ মোট তিন লাখটাকা জড়িমানা করা হয়।
নির্বাহী মেজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দীন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স ব্যতিত ইট পোড়ানোর কারনে ওই ৩টি ইটভাটার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা ও ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। এটা আমাদের চলমান অভিযান পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।