ছবি; গ্রেপ্তারকৃত এবাদুল ইসলাম
:সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম (৩১) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল)২০২৫ইং বিকেলে ঐ ইমামকে কারাগারে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশালের উজিরপুরের নিজ বাড়ি থেকে ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ। এবাদুল ইসলাম সাভারের আশুলিয়ায় একটি মসজিদের ইমাম।
আশুলিয়া থানা সূত্রে জানা যায়, গত শনিবার (৫ এপ্রিল) ‘পিনাকী -dadabhai pinaki’ নামে একটি ফেসবুক পেইজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ক একটি লেখা প্রকাশ করা হয়। সেই পোস্টের নিচে এবাদুল ইসলাম তার নিজের ব্যবহৃত ফেসবুক আইডি ব্যবহার করে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন। সেই পোস্ট আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম ফেসবুকে দেখতে পান। পরে আতাউর রাহিম সাইবার নিরাপত্তা আইনে মসজিদের ইমামের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান,গতকাল আতাউর রাহিম নামে এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে এবাদুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পরে গতকালই বরিশাল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে পাঠানো হয়। তবে আজ আদালতে শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শুনানি হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।