এবার জিতলে কমপক্ষে এক কোটি মানুষের কর্মসংস্থান করে দিবো;ওবায়দুল কাদের
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর২০২৩ইং দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দ্বাদশ সাধারণ নির্বাচনে জয়ী হলে আগামী পাঁচ বছরে এক বিলিয়ন কর্মসংস্থান হবে।
বর্তমান সমস্যা হলো সরকার পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি আছে। পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। বছরে ২০ লাখ করে। এটা আমাদের একটা লক্ষ্য।
ওবায়দুল কাদের বলেছেন, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হল শিল্পের প্রসারের জন্য ব্যাংকিং এবং আর্থিক খাতের সক্ষমতা বৃদ্ধি করা, আইন প্রয়োগকারীর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, জঙ্গিবাদ প্রতিরোধ করা এবং সবাইকে আশ্বস্ত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অনুশীলন ও প্রসার করা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,“ভুল হলে ভুল থেকে শিক্ষা নেব’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ বক্তব্যে যে সৎসাহস দেখিয়েছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন প্রধানমন্ত্রী এত উন্নয়নের পরও এটা বলছেন। ক্ষমতার দাপট দেখিয়ে,‘আমার কোনো ভুল নেই, দেশ পরিচালনায় সব কিছু সঠিক করেছি’- এমন বাগাড়ম্বর উনি পেশ করেননি।
কারও আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে ব্যববস্থা না নিতে পারলেও নির্বাচনে পরে ঠিকই ব্যবস্থা নেয়া হবে।’ জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোন দলকে চোরাগুপ্তা হামলা করতে হতো না।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ।