সুন্দরগঞ্জে গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা ডিবির ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের রঞ্জিত কান্ত (৪৮), শাহাবাজ গ্রামের রফিকুল ইসলাম (৫১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলার কাসেমের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রঞ্জিত কান্ত ও রফিকুল ইসলামের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
ওসি মোখলেছুর রহমান বলেন, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।