গাইবান্ধার কৃতি সন্তান সাঘাটার অহংকার ডা: বদরুল আলম লাডু
আনোয়ার হোসেন রানা,সাঘাটা থেকে :
গাইবান্ধার কৃতিসন্তান সাঘাটার অহংকার অধ্যাপক ডাঃ মোঃ বদরুল আলম লাডু তিনি ১৯৫৭ সালের ৩০ জুন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর) থেকে এমডি (নিউরোলজি) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালের ৩১ অক্টোবর তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, রংপুর, বাংলাদেশ এর সহকারী সার্জন হিসাবে সরকারী চাকরিতে যোগদান করেছিলেন। পরে ১৯৯৯ সালের ৩০ জুন মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোমেডিসিনের সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। সেপ্টেম্বর ২০০৬ এ সহযোগী অধ্যাপক এবং ৩০ মে ২০০৮ সালে প্রথম অধ্যাপক হিসেবে পদায়র ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগে।
তিনি অতিরিক্ত চার্জ হিসাবে ১২ জানুয়ারী এ এনআইএনএসের প্রকল্প পরিচালক হিসাবে নিযুক্ত হন। প্রজেক্ট ডিরেক্টর হিসাবে তিনি বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস (এনআইএনএস) প্রতিষ্ঠা করেছেন যা ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। ইনস্টিটিউট স্নায়বিক এবং নিউরোসার্জিকাল রোগীদের পরিষেবা প্রদানের পাশাপাশি জনশক্তি বিকাশের জন্য নতুন পথ তৈরি করে।
তিনি এখন বাংলাদেশের জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসিয়েন্সেস অ্যান্ড হসপিটালে নিউরোলজি এবং যুগ্ম পরিচালক হিসাবে অধ্যাপক হিসাবে কাজ করছেন। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান (এফএসিপি) এবং যুক্তরাজ্যের গ্লাসগোয়ের রয়েল কলেজ অফ ফিজিশিয়ান (এফআরসিপি) এর ফেলো ছিলেন। তিনি ২০১৬ থেকে বর্তমান অবধি “সোসাইটি অব বাংলাদেশ নিউরোলজিস্ট” এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন। তিনি ২০০১ সাল পর্যন্ত "বাংলাদেশ নিউজোলজিস্ট সোসাইটি" এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সোসাইটি অফ পেইন মেডিসিন, বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব বাংলাদেশের সদস্যও রয়েছেন। তাঁর জাতীয় (আন্তর্জাতিক) উভয় জার্নালে দশটি (১০) সমবয়সী বৈজ্ঞানিক প্রকাশনা পর্যালোচনা করেছেন,অনেক গুনের অধিকারী আমাদের গাইবান্ধার এই কৃতি সন্তানের জন্য শুভ কামনা।