পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা,আহত-৪
মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর)থেকে :
পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘর-বাড়িতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে মহিলাসহ ৪জনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অব¯’ায় পীরগঞ্জ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল আনুমানিক ৮.৩০ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানিশনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও হামলার শিকার পরিবার সূত্র জানায়, বসতবাড়ীর সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে দানিশনগর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র আনিছার রহমান ও মেস্টার আলীর সঙ্গে প্রতিবেশী ইছের উদ্দিনের পুত্র নজমাল ও সবুজ মিয়া’র দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে আনিছার ও মেস্টার ভাড়াটে লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নজমাল ও সবুজ মিয়ার সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। এ সময় বাধা দিতে গেলে নজমাল (৪৫) তার স্ত্রী মেহের নেকা (৩৮),ছোট ভাই সবুজ (৪০) ও তার স্ত্রী কুলছুমা বেগম (৩৫)কে পিটিয়ে গুরুতর আহত করে। ¯’ানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক নজমাল ও তার স্ত্রী মেহের নেকাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ প্রদান করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ জানান, উক্ত বিষয় নিয়ে ¯’ানীয়ভাবে একাধিকবার বসে মিমাংসা করা হয়েছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, আহতরা থানায় মামলার জন্য এসেছিল। তাদের আগে চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয়েছে।