পীরগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর)থেকে:
পীরগঞ্জে বড় ফলিয়া অগ্রগামী যুব স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মদনখালি ইউনিয়নের আনন্দনগর বড় ফলিয়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়।
লাঠি খেলায় মোট ৩টি লাঠিয়াল দল অংশগ্রহন করেন। অংশগ্রহণকারীর দলগুলো হলো- বারাইপাড়া লাঠিয়াল দল, খয়েরবাড়ি লাঠিয়াল দল ও হাসারপাড়া লাঠিয়াল দল।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনখালী ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্জুর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক সেলিম মন্ডল, শিক্ষক মাজহারুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমূখ।