রনি আহমেদ:
গাজীপুরে র্যাব পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে আটক করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে কভারসহ খেলনা পিস্তল,র্যাবের জ্যাকেট,নৌবাহিনীর ইউনিফর্ম ফরমেশন সাইন, র্যাবের ভুয়া পরিচয়পত্র,চাকু,ল্যাপটপ,ব্যাংকের চেক,মোবাইল ফোন,নগদ টাকা এবং টেন্ডার তদারকির নথিসহ জমির দলিল ও কাগজপত্র জব্দ করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর মঙ্গলবার গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-নাজমুল হোসেন (২৬),নাহিদ হাসান (২৪),তাজুল ইসলাম (৫০),সুমন মিয়া (২৮) ও সুচিত্র রবি দাস (২৬)।
র্যাব-১-এর সহকারী পরিচালক (অপ.অফিসার) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে গাছা থানার একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এসময় ওই ৫ জনকে আটক করা হয়। তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি করে আসছিল।
তিনি আরও জানান, এ চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন বিচার-সালিশের রায় নিজেদের পক্ষে নিয়ে আসতো। এই চক্রটি জমি ও টাকা উদ্ধার, বিভিন্ন সরকারি/বেসরকারি খাতের টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ ছাড়াও, চক্রটি সাধারণ মানুষের জায়গা জমি ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের সমাধানের নাম করে তাদের কাছ থেকে ভুয়া স্ট্যাম্পে স্বাক্ষর নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।