আবু সাঈদ বুকের রক্ত দিয়ে নুতন ইতিহাস সৃষ্টি করেছে ; মির্জা ফখরুল
মোস্তফা মিয়া,পীরগন্জ থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি’র) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পীরগঞ্জের ছেলে আপনাদের সন্তান আবু সাঈদ বুকের রক্ত দিয়ে নুতন ইতিহাস সৃষ্টি করেছে । দেশের স্বার্থে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কি নিষ্ঠুর ভাবে পুলিশের গুলিতে নিহত হয়েছে । তার এ মৃত্যু বিশ^বাসীকে হতবাক করেছে । ছাত্রজনতার আন্দোলনকে বেগবান করেছে । তার এ আত্বত্যাগ ভোলার নয় ।
গতকাল বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ এর কবর জেয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে উপজেলার জাফরপাড়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত এক সম্প্রতি সমাবেশে তিনি এ কথা গুলো বলেন । তিনি তার বক্তব্যে আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকার বিদায় হয়েছে । অথচ তার প্রেত্বারা এখনও রয়েছে । যারা আবারও পরিকল্পিত ভাবে সংখ্যালঘুদের দিয়ে দেশে সাম্প্রদায়িক উস্কানী ছড়াছে । তাই জনগনকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে । হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে । আবু সাঈদ সহ যে সকল ছাত্র জনতা আওয়ামী সরকারের হাতে শহীদ হয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না ।
রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি হারুন আর রশিদ, বিএনপির রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদউন নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ প্রমুখ ।
বিএনপির মহাসচিব দুপরের পর ঠাঁকুরগাও থেকে শুরুতেই পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদ এর বাড়ীতে গিয়ে আবু সাঈদ এর কবর জেয়ারত করেন এবং পরে আবু সাঈদ এর পিতা মাতা সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান ।
এদিকে বাবনপুওে বিএনপির মহাসচিবের আগমনের সংবাদে উক্ত এলাকায় জনতার ঢল নেমেছিল । মহাসচিবের বক্তব্য শোনার জন্য সকাল থেকে হাজারও জনতা প্রখর রোদ উপেক্ষা করে সমাবেশ স্থলে অপেক্ষা করছিল ।