সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:৪৯ সময়
আহসান উল্লাহ মাস্টারের খুনিদের গ্রেপ্তার করে বিচারকার্য দ্রুত করা হবে; মাহবুবুল আলম হানিফ
খবরের সময় ডেস্ক:
আপনার সন্ত্রাসীরা ভেবেছিলো শহীদ আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করে গাজীপুর থেকে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দিবেন। এই গাজীপুরের মাটি এই গাজীপুরের মানুষ আজকের উপস্থিতীতে প্রমান করেছেন তাকে কত ভালোবাসেন।
বিশ বছরের পরেও হত্যার রায় আপিল বিভাগে ঝুলে আছে। এ রায় বাস্তবায়নে আমরা সম্মিলিত চেষ্টা করবো।
শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ২০তম শাহাদাৎ বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিপক্ষের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগ’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। সোমবার (২০মে)২০২৪ইং বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার বিকালে বঙ্গবন্ধু কলেজের মাঠ প্রাঙ্গণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।বিশেষ অতিথির বক্তব্যে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করতে অনুষ্ঠান প্রধান অতিথি ও আওয়ামীলীগের দৃষ্টি আকর্ষণ করেছেন শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপির সুযোগ্য সন্তান গাজীপুর-২ আসনের সাংসদ মো: জাহিদ আহসান রাসেল এমপি।
গাছা থানা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আদম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগ সাভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ্যের চেয়ারম্যান মোঃ আজমত উল্লাহ খান,মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মণ্ডলসহ অন্যান্যরা।
আরো বক্তব্য রাখেন মহানগরীর ৩৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল,গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম শফিক,গাছা থানা আওয়ামী-যুবলীগের সভাপতি পদ প্রার্থী আমিন উদ্দিন সরকার,গাছা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মহানগরীর ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল, মহানগরীর ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর (সাবেক) সাইফুল ইসলাম দুলাল,নগরীর ৩৮নং ওয়ার্ড যুবলীগ নেতা এমএম সোহেল রানা, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক-সহ আরও অনেকেই।
এছারা অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের শতশত নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলোচনা শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।