সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:৫৪ সময়
সাঘাটার উদয়ন স্বাবলম্বী সংস্হার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আনোয়ার হোসেন রানা, সাঘাটা ( গাইবান্ধা ) থেকে :
গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন স্বাবলম্বী সংস্হার আয়োজনে শনিবার উদয়ন সংস্হার চত্বরে উদয়ন স্বাবলম্বী সংস্হার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মৃতি চারণ, গুনীজন সম্মাননা,আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন" এমপি।
উদয়ন মহিলা কলেজের সহ অধ্যাপক একে এম সাদেকুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড এস এম সামশীল আরেফিন টিুটু, সহ সভাপতি হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা গৌতম কুমার মদক,মহিলা কলেজের অধ্যাক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, সহকারী অধ্যাপক আনোয়ার হুসাইন, সার্বিক ব্যবস্হানায় সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম সোহেল, আ' লীগ নেতা লুৎফর রহমান প্রমূখ।