সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:১৬ সময়

ব্রেকিং নিউজ **বিএনপির ৩সংগঠনের লংমার্চ নয়াপল্টন টু আগরতলা বিএনপির ৩সংগঠনের লংমার্চ নয়াপল্টন টু আগরতলা** **বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত:বিক্রম মিশ্রী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত:বিক্রম মিশ্রী** **পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত** **ছবি; চিকিৎসাধীন সাকিব আলী সরদার গাজীপুরে ফেলে যাওয়া বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন জয়দেবপুর থানা পুলিশ** **ভারতের সেবাদানকারী প্রতিষ্টান হিসেবে আওয়ামীলীগের সুখ্যাতি আছে: নুরুল হক নুর ভারতের সেবাদানকারী প্রতিষ্টান হিসেবে আওয়ামীলীগের সুখ্যাতি আছে: নুরুল হক নুর** **ভারতীয় মিডিয়ার অপপ্রচারে বিহার-ওড়িশার মালিকানা দাবিতে সোচ্চার হবে বাঙালী: রিজভী ভারতীয় মিডিয়ার অপপ্রচারে বিহার-ওড়িশার মালিকানা দাবিতে সোচ্চার হবে বাঙালী: রিজভী** **ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল** **ছবি; পীরগঞ্জে আলমপুর ইউপি পীরগঞ্জে প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে** **পীরগঞ্জে গ্রাম পুলিশকে পিটিয়ে রক্তাক্ত জখম পীরগঞ্জে গ্রাম পুলিশকে পিটিয়ে রক্তাক্ত জখম** **নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হওয়া উচিত;শিবির সভাপতি মন্জুরুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হওয়া উচিত;শিবির সভাপতি মন্জুরুল ইসলাম** **মব জাস্টিস ও গ্রেফতারের ভয়ে ভুগছে অসংখ্য পুলিশ মব জাস্টিস ও গ্রেফতারের ভয়ে ভুগছে অসংখ্য পুলিশ** **গাজীপুরে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত** **বাংলাদেশে সম্পর্কিত প্রপাগান্ডা তথ্য প্রকাশ করায় ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট বাংলাদেশে সম্পর্কিত প্রপাগান্ডা তথ্য প্রকাশ করায় ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট** **এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্ক এর আত্মপ্রকাশ এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্ক এর আত্মপ্রকাশ** **গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ,যুবদল নেতা আহত গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ,যুবদল নেতা আহত** **ছবি: সেনা প্রধান,ওয়াকার-উজ-জামান এই দেশ ও জাতিকে নিরাপদ আস্থার জায়গায় নিয়ে যেতে চাই : সেনাপ্রধান** **সকলক্ষেত্রে স্বৈরাচারযুক্ত,জাতীয় ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির সকলক্ষেত্রে স্বৈরাচারযুক্ত,জাতীয় ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির** **বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস** **পীরগঞ্জ প্রাণী সম্পদ বিভাগে জনবল সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত পীরগঞ্জ প্রাণী সম্পদ বিভাগে জনবল সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত** **গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত**

ডিএসসিসিতে পদোন্নতির হিড়িক, চাকুরী বিধিমালার বালাই নেই,আইন অমান্য ।

logoনিজেস্ব প্রতিবেদকশনিবার, ৯ মে ২০২০, দুপুর ৩:৫৯ সময় 0737
ডিএসসিসিতে পদোন্নতির হিড়িক, চাকুরী বিধিমালার বালাই নেই,আইন অমান্য ।

ডিএসসিসিতে পদোন্নতির হিড়িক, চাকুরী বিধিমালার বালাই নেই,আইন অমান্য ।

নিজেস্ব প্রতিবেদক 
সি‌টি কর‌পো‌রেশন তফ‌সিলে প্রণীত আইন লঙ্ঘন ক‌রে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনে (ডিএসসিসি) প‌দোন্ন‌তি (অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব) দেয়ার হিড়িক চলছে। ৩৮জন কর্মকর্তা কর্মচারী‌কে প্রথম শ্রেনীর উপ কর কর্মকর্তা ( ডি‌টিও) প‌দে ওই প‌দোন্ন‌তি দেওয়া হ‌বে। এ সংক্রান্ত অ‌ফিস আ‌দেশের চিঠি হওয়ার অ‌পেক্ষায় র‌য়ে‌ছে। সি‌নিয়র ও যোগ্যতা সম্পন্ন কর্মচারী‌দের পাশ কা‌টি‌য়ে  ওই  প‌দের জন্য প্র‌য়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা স‌ত্বেও এ দা‌য়িত্ব দেওয়া হ‌চ্ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন ক্ষুব্ধ হ‌য়ে উ‌ঠা ব‌ঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
সূত্র জানায়, দেশজুড়ে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ম‌ধ্যে বর্তমান মেয়‌রের শেষ সময় এ‌সে ত‌ড়িঘড়ি ক‌রে ডিএসসিসিতে উপ-কর কর্মকর্তা পদে ৩১ জন ও কর কর্মকর্তা পদে ৭ জনকে অতি‌রিক্ত দায়িত্ব দেয়া হচ্ছে। তবে এ দা‌য়িত্ব বন্ট‌নে ডিএসসিসি’র জন্য প্রণীত তফ‌সিল অনুসরণ করা হয়নি। ডিএস‌সি‌সির জন্য সর্ব‌শেষ প্রণীত তফ‌সিল -২০১৯ অনুযায়ী "কোন প‌দে কাউ‌কে অ‌তি‌রিক্ত বা চল‌তি দা‌য়িত্ব প্রদান কর‌তে হ‌লে ওই প‌দের একধাপ নি‌ছের কর্মকর্তা‌কে দা‌য়িত্ব প্রদান কর‌তে হ‌বে। এবং ওই ক্ষে‌ত্রে সং‌শ্লিষ্ট ব্য‌ক্তির ওই প‌দের জন্য প্র‌য়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও জেষ্ঠ হ‌তে হ‌বে।" এ আই‌নের ব্যত্তয় ঘ‌টি‌য়ে উপ কর কর্মকর্তা ( ডি‌টিও) প‌দের জন্য বি, এ  পাশ নির্ধা‌রিত থাক‌লেও  উচ্চ মাধ্য‌মিক পাশ কর্মচারী‌দের এ প‌দে দা‌য়িত্ব দেওয়া হ‌চ্ছে। এ‌দের ম‌ধ্যে ডিএসসিসি’র লাইসেন্স সুপারভাইজার ইফতেখার হোসেন, দৌলত হো‌সেন, আহাম্মদ হো‌সেন, রে‌ভি‌নিউ সুপার ভাইজার সনয় কুমার পালসহ বেশ ক‌য়েকজন উচ্চমাধ্য‌মিক পাশ কর্মচারী‌কে ১ম শ্রেণীর কর্মকর্তা প‌দে দা‌য়িত্ব দেওয়া হ‌চ্ছে। অ‌নুম‌দিত ওই ন‌থির স্বারক নম্বর- ৪৬.২০৭.০০০.১০.০১.০৮৮১.২০১৯  তা‌রিখ ১৯.১২.২০১৯। ওই ন‌থি‌তে অ‌পেক্ষাকৃত দুই গ্রে‌ড নি‌চু প‌দের কর্মাচারী‌কে অ‌তি‌রিক্ত দা‌য়িত্বের না‌মে সাম‌য়িক প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে। বঞ্চিত ও সংক্ষুব্ধ অ‌নে‌কে এই আদেশ বাতিলের জন্য ঐক্যবদ্ধভাবে দরখাস্ত করা ও কঠোর আন্দোলন গড়ে তুল‌বেন ব‌লে জানা গে‌ছে।
প‌দোন্ন‌তি বলার কারণ হি‌সে‌বে সংক্ষুব্ধরা বল‌ছেন, ডিএস‌সি‌সি‌তে সি‌নিয়র ও অধিক যোগ্যতা সম্পন্ন  অসংখ্য কর্মচারী  দীর্ঘ দেড় যু‌গেরও বে‌শি সময় নিয়‌মিত প‌দোন্ন‌তি ব‌ঞ্চিত হ‌য়ে‌ছেন। তাই বিগ‌ত দি‌নে যা‌দের অ‌তি‌রিক্ত দা‌য়ি‌ত্বের না‌মে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে; তাদের ওই‌  পদ থে‌কে কখ‌নো অপসারণ করা হয়‌নি। উপরন্তু একই ব্য‌ক্তি ৩ বা ত‌তো‌ধিক উচ্চ প‌দে অ‌তি‌রিক্ত দা‌য়ি‌ত্বে থাকার ন‌জিরও র‌য়ে‌ছে সংস্থা‌টি‌তে। এছাড়া এসব ব‌য়ো‌জেষ্ঠ ও দক্ষ কর্মী‌দের  বাদ দি‌য়ে ক‌নিষ্ঠ ও দুর্নী‌তিবাজ কর্মচারী‌দের ত‌ড়িঘড়ি ক‌রে গোপ‌নে আ‌দেশ জা‌রির অ‌পেক্ষা‌কে কতৃপ‌ক্ষের প্রহসন হি‌সে‌বে আখ্যায়িত ক‌রে‌ছেন অ‌নেকে। এ আ‌দে‌শের চি‌ঠি দ্রুত প্রণয়ন কর‌তে সংস্থাপনের কর্মকর্তা‌দের চাপ প্র‌য়োগ কর‌ছেন এক‌টি চক্র।
এ‌দের ম‌ধ্যে তা‌লিকায় প্রথ‌মে থাকা মো: ইফতেখার হোসেনের স‌ঙ্গে এ প্র‌তি‌বেদক  মোবাইল ফোনে জান‌তে চাই‌লে তিনি সংস্থাপন শাখার সহকারী-সচিবকে হুমকী দেয়ার বিষয়টি অস্বীকার করেন। উপ-কর কর্মকর্তা হিসেবে নিজেকে যোগ্য মনে করেন কি-না, এমন প্রশ্নে তিনি সরাসরি বলেন, না আমি তা মনে করি না।
নাম প্রকাশ না করার শর্তে রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা জানান, বর্তমান মেয়রের শেষ সময়ে এসে একটি মহল লুটপাটে বেসামাল হয়ে পড়েছে। এরই অংশ হিসেবে বিশাল অঙ্কের ঘুষ লেনদেনের মাধ্যমে ৭ জনকে কর কর্মকর্তা ও উপ-কর কর্মকর্তা পদে ৩১ জনকে অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব দেয়া হচ্ছে।  তিনি বলেন, জন প্রতি ৩ থেকে ৫ লাখ টাকা উৎকোচ নিয়ে এসব দা‌য়িত্ব দেয়ার পাশাপাশি কিছুদিন পর এসব পদই তাদের মূল পদ করে দিবেন বলে আশ্বস্ত করেছেন এ চক্রের মূল হোতা রাজস্ব বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা। এমনকি নতুন মেয়র যোগদানের পর তাদের এসব পদ থেকে অপসারন করতে চাইলে আদালতের মাধ্যমে তা স্থগিতাদেশ করা যাবে বলে এ জাতীয় দু’একটি দৃষ্টান্ত তুলে ধরেন রাজস্ব শাখার ওই উর্ধ্বতন কর্মকর্তা।ডিএসসিসি’র অন্য এক কর্মকর্তা বলেন, বিষয়টি যদিও আমার এখতিয়ারভুক্ত নয়, তবে আমি শুনেছি সম্পূর্ন অন্যায়ভাবে এ দা‌য়িত্ব দেয়া হচ্ছে। এ‌তে ডিএসসিসি’র চাকরি বিধিমালা, তফসিল কিংবা আইন কোনো কিছুরই তোয়াক্কা করা হয়নি । এমনকি সাচিবিক দপ্তরকে পাশ কাটিয়ে রাজস্ব কর্মকর্তা যে কাজ করেছেন তা শুধু বেঅইনীই নয় অন্যায়ও। যদিও পূর্ব থেকেই তিনি এসব ব্যাপারে সিদ্ধহস্ত। তবে সংস্থার সিইও যদি এসব ব্যপারকে প্রশ্রয় দেন তাহলে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের কিছুই করার থাকে না। এর ফলে ক্রমান্বয়ে এক পর্যায়ে সংস্থার শৃঙ্খলা ভেঙ্গে পড়বে বলেও জানান তিনি।
ডিএসসিসি’র সচিব মো: মোস্তফা কামাল মজুমদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো: ইমদাদুল হকের সঙ্গেও এ বিষ‌য়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে একাধিকবার তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তিতে তাকে এ সংক্রান্ত প্রশ্ন সম্বলিত ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

বিষয়- প্রশাসন, অনিয়ম /দুর্নীতি স্থাণীয় সরকার মন্ত্রনালয় নির্বাচন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর