সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:২৭ সময়
ফিটনেস বিহীন ও মেয়াদ উত্তীর্ণ কোন পরিবহন সড়কে চললে নেয়া হবে ব্যবস্থা; পুলিশ মহাপরিদর্শক
আশিকুর রহমান:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) চৌধুরী আব্দুলাহ আল মামুন বলেছেন- ঈদে মহাসড়কে জনসাধারণের চলাচল সুগম, নির্বিঘ্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টসহ সকল মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণসহ, জনগণের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করার জন্য সম্ভাব্য সকল চ্যালেঞ্জ মাথায় রেখে বাংলাদেশ পুলিশ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রী সাধারণের চলাচল স্বস্তিদায়ক করার জন্য সরকার প্রশাসের সকল সংস্থাকে নির্দেশনা প্রধান করেছে।
শুক্রবার(১৪ জুন) বিকালে গাজীপুরের ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের চন্দ্রা এলাকায় ড্রোনে মাইক ব্যবহাররের মাধ্যমে গাড়ী চালক ও যাত্রীদের সচেতনতামূলক বক্তব্য শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এসময় আইজিপি চন্দ্রা এলাকার মহাসড়ক ও যাত্রী সেবা নিশ্চিতকরণে পুলিশের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়ক থেকে ফিটনেস বিহীন ও মেয়াদ উত্তীর্ণ পরিবহন চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। নছিমন-করিমন, বটবটি ইত্যাদি জাতীয় পরিবহন মহাসড়কে চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে সেজন্য সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের সদস্য মোতায়েন করা হয়েছে। এসময় অতিরিক্ত যাত্রী হয়ে ঝুকিপূর্ণভাবে যাতায়াত না করার জন্য যাত্রী সাধারণকে অনুরোধ করেন তিনি। কোরবানির পশু ও হাট নিয়ে পুলিশ প্রধান বলেন, নিদিষ্ট গন্তব্যে পশুর গাড়ি পৌছানোর আগে, পশুর গাড়ি থামিয়ে চাঁদাদাবি অথবা গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।