মোঃ মোস্তফা মিয়া পীরগঞ্জ, রংপুর প্রতিনিধিঃ
ঢাকা অফিসার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন/২০২০-২০২১ ইং অর্থবছরে এ
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব জাহাঙ্গীর আলম বুলবুল বিপুল ভোটে
বিজয় লাভ করায় পীরগঞ্জ প্রেসক্লাব (পুরাতন) এর পক্ষ থেকে সাংবাদিক গন শুভে”ছা
ও অনিন্দন জানিয়েছে। গত শনিবার বেলা ১২টায় প্রেসক্লাবের সহ-সভাপত্বি
অমিতাব বর্মণের সভাপতিত্বে শুভে”ছা ও অনিন্দন জানান, সাংবাদিক নজররুল
ইসলাম, সায়েদ বিপ্লব, আজাদুল ইসলাম, মোস্তফা মিয়া, মাসুদার রহমান মজনু,
আরিফুল ইসলাম, এমদাদুল হক প্রমুখ। তার এই বিজয়ে আনন্দের ঢেউ রংপুরের
পীরগঞ্জেও আছড়ে পড়েছে। আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে তার জন্মভূমির
পীরগঞ্জবাসী। তার নির্বাচনে পীরগঞ্জের অনেকেই ভোটের দিন ১৭ জানুয়ারি/২০২০
প্রচারনা করেন।এর আগে তিনি ক্লাবটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুনামের
সাথে দায়িত্ব পালন করেন। তিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম বুলবুল বাংলাদেশ সরকারের এবং বিভিন্ন সামাজিক ও
স্বে”ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং করছেন। তিনি
মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১; রংপুর কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র
সমিতির সভাপতি; ঢাকা¯’ রংপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক; ঢাকা¯’
পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি রয়েছেন। তার এই বিজয়ে ঢাকা অফিসার্স
ক্লাবের সকল সদস্য কেও অভিনন্দন জানিয়েছে সাংবাদিক বৃ›দ্ব। সেইসাথে
ক্লাবের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য পীরগঞ্জের কৃতিসন্তান জাহাঙ্গীর আলম
বুলবুলকে হৃদয়িক আবেদন জানিয়েছেন। সর্বদা যেন তিনি ভোটারদের সম্মান ও
মর্যাদা অক্ষুণ্ধসঢ়;ণ রাখতে পারে।