গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তিন পেরিয়ে চতুর্থ বছরে পর্দাপণ
রেজানুর ইসলাম,গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাংলাদেশ পুলিশের একটি বিভাগ,যারা গাজীপুর মহানগরীতে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালন করে থাকে। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরু হয়েছিল ।
গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। শহরের জননিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে জিএমপি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৭,পাশ করার পর ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বরে ক্ষমতাসীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের ঘোষণা করেন।
৮টি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম শুরু করে।
জিএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) প্রতিষ্ঠালগ্ন থেকে সকলের সহযোগিতায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। নানা প্রতিকুলতা কিংবা চ্যালেঞ্জকে জয় করার মানসে এ ইউনিটের সকল সদস্য একটি পরিবার হয়ে কাজ করছে। মহানগর এলাকায় ৬০ টি বিটের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে জনগনের সহায়তায় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ । সেবা নিতে জনগণকে এখন পুলিশের কাছে যেতে হয় না। পুলিশই সেবা নিয়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। পুলিশ ও জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে, সমাজ থেকে অপরাধ দূরীকরণ, অপরাধের কারণ দূরীকরণ এবং সমাজের অন্যান্য যে সমস্ত সমস্যা আছে সেগুলোর সমাধান করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং নিরীহ জনগণকে সার্বিক নিরাপত্তা প্রদানে জিএমপির প্রতিটি সদস্য একযোগে কাজ করে যাচ্ছে।
পুলিশই জনতা,জনতাই পুলিশ'এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে পুলিশ-জনতা একত্রিত হয়ে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে গাজীপুৃর মেট্রোপলিটন পুলিশ। জিএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির এর নির্দেশনায় প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত ৮টি থানায় উৎসবমুখর পরিবেশে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।