শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, সকাল ৪:৫১ সময়

ব্রেকিং নিউজ **গাইবান্ধায় সাবেক সংসদ সদস্য সারওয়ার কবীর কারাগারে গাইবান্ধায় সাবেক সংসদ সদস্য সারওয়ার কবীর কারাগারে** **গাইবান্ধায় জমি-জমা সংক্রান্ত দ্বন্দ্বে"থানায় অভিযোগ করায়'বাদীকে হুমকি গাইবান্ধায় জমি-জমা সংক্রান্ত দ্বন্দ্বে থানায় অভিযোগ করায় বাদীকে হুমকি** **সারাদেশে নাম মাত্র দামে ২৫০ ধরণের ওষধসহ সরকারী ফার্মেসি চালু হবে সারাদেশে নাম মাত্র দামে ২৫০ ধরণের ওষধসহ সরকারী ফার্মেসি চালু হবে** **বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ** **গাইবান্ধায় উচ্চ শিক্ষার ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি গাইবান্ধায় উচ্চ শিক্ষার ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি** **বন ও পরিবেশ রক্ষায় দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা; সৈয়দা রেজওয়ানা হাসান বন ও পরিবেশ রক্ষায় অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা; সৈয়দা রেজওয়ানা হাসান** **গাইবান্ধায় বেড়াতে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক গাইবান্ধায় বেড়াতে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক** **ছবি; গ্রেপ্তারকৃত  এবাদুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায়;ইমাম কারাগারে** **ঘনিষ্ঠ দৃশ্যে চুম্বন সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ অনুপ্রিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে চুম্বন সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ অনুপ্রিয়ার** **আগামী তিন মাসের শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি আগামী তিন মাসের শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি** **গাইবান্ধায় নাচে-গানে সাঁওতালদের বাহা পরব উদযাপন গাইবান্ধায় নাচে-গানে সাঁওতালদের বাহা পরব উদযাপন** **আ.লীগ নেতাদের পক্ষে সুপারিশ,ফুলছড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আ.লীগ নেতাদের পক্ষে সুপারিশ,ফুলছড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ** **ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল** **অত্যাচার ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে হেমন্ত চন্দ্রের পরিবার অত্যাচার ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে হেমন্ত চন্দ্রের পরিবার** **গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে ত্যাগী কর্মীরা গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে ত্যাগী কর্মীরা** **গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ** **পীরগঞ্জে ৩০গজ দূরত্বে অপর মসজিদে ৩জন মুসুল্লি নিয়ে ঈদের জামায়াত পীরগঞ্জে ৩০গজ দূরত্বে অপর মসজিদে ৩জন মুসুল্লি নিয়ে ঈদের জামায়াত** **চাঁদা দাবীর সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁদা দাবীর সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন** **বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট স্টারলিংক আসছে ৯ এপ্রিল বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট স্টারলিংক আসছে ৯ এপ্রিল** **মুন্সীগঞ্জের গজারিয়া মহাসড়কে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার-২ মুন্সীগঞ্জের গজারিয়া মহাসড়কে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার-২**

৮০ কোটি টাকার ভ্যাট ফাঁকি, মি:বেকার এর বিরোদ্ধে মামলা দায়ের ।

logoখবরের সময় ডেস্কমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০, বিকাল ৭:১ সময় 0265
৮০ কোটি টাকার ভ্যাট ফাঁকি, মি:বেকার এর বিরোদ্ধে মামলা দায়ের ।

৮০ কোটি টাকার ভ্যাট ফাঁকি, মি:বেকার এর বিরোদ্ধে মামলা দায়ের ।

খবরের সময় ডেস্ক
 প্রায় ৮০ কোটি ১৬ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন তারা। এর মধ্যে ২৬৫ কোটি টাকার বিক্রয় তথ্য গোপন করে ৩৪.৬ কোটি টাকার মূসক ফাঁকি দিয়েছে ‘মি. বেকার’।গত রোববার (৮ নভেম্বর) ভ্যাট গোয়েন্দা সংস্থা এ বিষয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে।
ভ্যাট অফিস থেকে এই তথ্য জানা হয়েছে। ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে প্রকৃত বিক্রি তথ্য গোপন করায় এই মামলাটি দায়ের করা হয়।
আরও জানা গেছে, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২০ অক্টোবর ভ্যাট গোয়েন্দা সংস্থার একটি দল ‘মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ লিমিটেড’-এর ১৬০/৪৮৫, মোকদাম আলী সরকার রোড, ধোউড়, তুরাগে অবস্থিত কারখানা কাম প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর-০০০৯৬৪৬৮২-০১০২। প্রতিষ্ঠানটি ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত।
রাজধানীতে প্রতিষ্ঠানটির ২৯টি বিক্রয়কেন্দ্র রয়েছে, যার মাধ্যমে কারখানায় উৎপাদিত পণ্য বিক্রি করে থাকে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনও ধরনের হিসাব সংরক্ষণ ব্যতীত ব্যবসা পরিচালনা করছে।
পরে অনুসন্ধানের স্বার্থে টঙ্গী এলাকায় তাদের নামে খোলা দুটো ব্যাংক হিসাব তলব করা হয়।
এতে তাদের ফিন‌্যান্সিয়াল প্রতিবেদন পাওয়া যায় এবং এগুলো পর্যালাচনায় তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে একটি চিত্র উঠে আসে।
এদিকে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আসিফ জামান গত ১৮ অক্টোবর তার নিজের ফেসবুক স্ট্যাটাসে উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে অবস্থিত ‘মি বেকার’-এর বিক্রয় কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাট চালান না দেয়ায় সুনির্দিষ্ট অভিযোগ করেন।
তার ওই স্ট্যাটাসে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে প্রতিকার চেয়ে উল্লেখ করেন, ‘ভোক্তারা ভ্যাট দিলেও তা সরকার পাচ্ছে না।’
এই অভিযোগ ও আরও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অভিযোগটির তদন্ত করার জন্য ভ্যাট গোয়েন্দাদের নির্দেশ দেন।
ভ্যাট গোয়েন্দা দলের আকস্মিক পরিদর্শনকালে প্রতিষ্ঠানটিতে ভ্যাট আইনের বাধ্যবাধকতা অনুসারে ক্রয় হিসাব পুস্তক (মূসক-৬.১) ও বিক্রয় হিসাব পুস্তক (মূসক-৬.২) পাওয়া যায়নি। ভ্যাট আইন অনুযায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই দুটো হিসাব সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে।
পরিদর্শনকালে ভ্যাট সংক্রান্ত অন্যান্য দলিল দেখাতে বলা হলে, উপস্থিত মালিকপক্ষ তা দেখাতে পারেনি এবং এগুলো সংরক্ষণ না করার বিষয়ে তারা কোনও সদুত্তরও দিতে পারেনি। প্রতিষ্ঠান প্রাঙ্গণে মালিকপক্ষ নিজস্ব বাণিজ্যিক দলিলাদিও রাখেন না।
এতে ভ্যাট গোয়েন্দা দলের কাছে প্রতীয়মান হয়েছে, মনগড়া ও কাল্পনিক হিসাবের ভিত্তিতে ‘মি. বেকার’ স্থানীয় ভ্যাট সার্কেলে রিটার্ন দাখিল করে আসছে।
এমনকি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অভিযানের আগের দিন যেসব পণ্য ফ্যাক্টরি থেকে বের করেছে তার মূসক-৬.৫ চালান দেখাতে বলা হলেও তারা দেখাতে পারেননি।
অনুসন্ধানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় নিবন্ধিত হওয়ায় মূসক-৬.৫ এর মাধ্যমে পণ্য ফ্যাক্টরি থেকে আউটলেটে নেয়ার বিধান থাকলেও তা পরিপালন করা হয় না। একইসঙ্গে তারা ভোক্তাদের কাছে থেকে সংগ্রহ করা ভ্যাট সরকারি কোষাগারে যথাযথভাবে জমা দেয়নি।
অভিযানে গোয়েন্দা দল প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে অবস্থিত অন্য একটি ভবনের বিভিন্ন তলায় ও ছাদে অবস্থিত কর্মচারীদের থাকার কক্ষ তল্লাশি করে তাদের পুরনো কিছু অসংগঠিত তথ্যাদি পেয়েছে গোয়েন্দা দল সেখান থেকে এসব কাগজপত্র জব্দ করে।
পরবর্তীতে জব্দকৃত এবং অনুসন্ধানের মাধ্যমে সংগৃহীত তথ্য ও দলিলাদির ভিত্তিতে জুলাই/২০১৪ হতে জুন/২০১৯ পর্যন্ত সময়ে শুধুমাত্র বিক্রির ওপর ৩৪,৬০,৫৬,৩৩৯ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়। এই ভ্যাটের ওপর মাসভিত্তিক ২% হারে ২৫,৩৭,৮৭,০৯১ টাকা সুদ প্রযোজ্য।
এ ছাড়া সেপ্টেম্বর/২০১৯ হতে সেপ্টেম্বর/২০২০ পর্যন্ত সময়ে জব্দকৃত ক্রয়ের চালান পরীক্ষা করে কাঁচামাল ক্রয়ের ওপর অপরিশোধিত উৎসে ভ্যাট ১৭,৩৩,৯৬৮ টাকা পাওয়া যায়। এর ওপর মাসভিত্তিক ২% হারে সুদ ৩৪,৬৭৯ টাকা প্রযোজ্য।
জুলাই/২০১৪ হতে জুন/২০১৯ পর্যন্ত সময়ে বিভিন্ন শোরুমের স্থান ও স্থাপনা ভাড়ারও অপরিশোধিত ভ্যাট ১,৫৬,৩৯,০৪০ টাকা, যার ওপর মাসভিত্তিক ২% হারে সুদ প্রযোজ্য ৯৮,৪৮,৮১৪ টাকা। জুলাই/২০১৪ হতে জুন/২০১৯ পর্যন্ত সময়ে বিভিন্ন সেবা ক্রয়ের ওপর অপরিশোধিত উৎসে ভ্যাট ১০,২০,৭৫,১৮৩ টাকা, যার ওপর মাসভিত্তিক ২% হারে সুদ ৭,২৪,৫৫,১৪১ টাকা প্রযোজ্য।
মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ লিমিটেড’ প্রতিষ্ঠানটির বিক্রয় এবং উৎসে কর্তন বাবদ সর্বমোট অপরিশোধিত ভ্যাট ৪৬,৫৫,০৪,৫৩১ টাকা উদঘাটন করা হয়।উক্ত অপরিশোধিত মূসক এর ওপর সুদ বাবদ মোট ৩৩,৬১,২৫,৭২৫ টাকা প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সর্বমোট ৮০,১৬,৩০,২৫৬ টাকা ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত। প্রকৃত বিক্রয় তথ্য গোপন এবং উৎসে ভ্যাট না দেয়ায় ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রোববার ভ্যাট গোয়েন্দা সংস্থা মামলা দায়ের করেছে। ‘মি বেকার’-এর আরেকটি সুইটমিটের ব্যবসা রয়েছে। রাজধানীতে এর ৫টি বিক্রয়কেন্দ্র রয়েছে। এসব বিক্রয়কেন্দ্রের তথ্যাদিও অনুসন্ধানে রয়েছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর