সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:৪৪ সময়

ব্রেকিং নিউজ **বিএনপির ৩সংগঠনের লংমার্চ নয়াপল্টন টু আগরতলা বিএনপির ৩সংগঠনের লংমার্চ নয়াপল্টন টু আগরতলা** **বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত:বিক্রম মিশ্রী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত:বিক্রম মিশ্রী** **পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত** **ছবি; চিকিৎসাধীন সাকিব আলী সরদার গাজীপুরে ফেলে যাওয়া বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন জয়দেবপুর থানা পুলিশ** **ভারতের সেবাদানকারী প্রতিষ্টান হিসেবে আওয়ামীলীগের সুখ্যাতি আছে: নুরুল হক নুর ভারতের সেবাদানকারী প্রতিষ্টান হিসেবে আওয়ামীলীগের সুখ্যাতি আছে: নুরুল হক নুর** **ভারতীয় মিডিয়ার অপপ্রচারে বিহার-ওড়িশার মালিকানা দাবিতে সোচ্চার হবে বাঙালী: রিজভী ভারতীয় মিডিয়ার অপপ্রচারে বিহার-ওড়িশার মালিকানা দাবিতে সোচ্চার হবে বাঙালী: রিজভী** **ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল** **ছবি; পীরগঞ্জে আলমপুর ইউপি পীরগঞ্জে প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে** **পীরগঞ্জে গ্রাম পুলিশকে পিটিয়ে রক্তাক্ত জখম পীরগঞ্জে গ্রাম পুলিশকে পিটিয়ে রক্তাক্ত জখম** **নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হওয়া উচিত;শিবির সভাপতি মন্জুরুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হওয়া উচিত;শিবির সভাপতি মন্জুরুল ইসলাম** **মব জাস্টিস ও গ্রেফতারের ভয়ে ভুগছে অসংখ্য পুলিশ মব জাস্টিস ও গ্রেফতারের ভয়ে ভুগছে অসংখ্য পুলিশ** **গাজীপুরে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত** **বাংলাদেশে সম্পর্কিত প্রপাগান্ডা তথ্য প্রকাশ করায় ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট বাংলাদেশে সম্পর্কিত প্রপাগান্ডা তথ্য প্রকাশ করায় ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট** **এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্ক এর আত্মপ্রকাশ এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্ক এর আত্মপ্রকাশ** **গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ,যুবদল নেতা আহত গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ,যুবদল নেতা আহত** **ছবি: সেনা প্রধান,ওয়াকার-উজ-জামান এই দেশ ও জাতিকে নিরাপদ আস্থার জায়গায় নিয়ে যেতে চাই : সেনাপ্রধান** **সকলক্ষেত্রে স্বৈরাচারযুক্ত,জাতীয় ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির সকলক্ষেত্রে স্বৈরাচারযুক্ত,জাতীয় ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির** **বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস** **পীরগঞ্জ প্রাণী সম্পদ বিভাগে জনবল সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত পীরগঞ্জ প্রাণী সম্পদ বিভাগে জনবল সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত** **গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত**

এক হাজার ৩৭৯ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার।

logoনিজেস্ব প্রতিবেদকরবিবার, ১৯ জানুয়ারী ২০২০, রাত ২:৫৬ সময় 0207
এক হাজার ৩৭৯ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার।

এক হাজার ৩৭৯ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার।

এক হাজার ৩৭৯ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এরমধ্যে ঢাকা বিভাগে ৪৫১, চট্টগ্রামে ৩২৪, রাজশাহীতে ১৯৯, ময়মনসিংহে ৫৬, সিলেটে ১৭৯ ও রংপুর বিভাগে ১০৬ জন। এরা প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও এতদিন তাদের নাম গেজেটভুক্ত হয়নি। তাদের নামে ইস্যু করা হয়নি সনদ। ফলে তারা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাননি। উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির সুপারিশের পর এবার তাদের নাম গেজেটভুক্তির সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। ১০ ডিসেম্বর জামুকার ৬৬তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এখন পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের তালিকা চূড়ান্ত হয়নি। এসংক্রান্ত কাজ শেষ হলেই দুই বিভাগের নাম প্রকাশ করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জামুকার চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক যুগান্তরকে বলেন, ‘উপজেলা কমিটির যাচাই-বাছাই শেষে জামুকার সুপারিশের ভিত্তিতে প্রথম দফায় এক হাজার ৩৭৯ জনকে মুক্তিযোদ্ধার গেজেট করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এরপরই তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জানা গেছে, মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত অনলাইনে এক লাখ ২৩ হাজার ১৫৪ জন এবং সরাসরি ১০ হাজার ৯০০ জন আবেদন করেছিলেন জামুকায়। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের জানুয়ারিতে সারা দেশের ৪৭০টি উপজেলা/জেলা/মহানগর কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হয়। ৪৭০টি কমিটির মধ্যে ৩৮৫টি তাদের প্রতিবেদন জমা দিলেও, সদস্যদের দ্বন্দ্ব এবং আদালতে মামলা থাকায় ৮৫টি কমিটি কাজ করতে পারেনি। উপজেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ফের জামুকায় অধিকতর যাচাই-বাছাই করতে প্রতি বিভাগে উপকমিটি করা হয়। এ উপকমিটির সুপারিশের আলোকে প্রথম দফায় এক হাজার ৩৭৯ জনকে গেজেটভুক্ত করার সুপারিশ করেছে জামুকা। অবশ্য সুপারিশপ্রাপ্তদের অনেকে ইতিমধ্যে মারা গেছেন। তবে মন্ত্রণালয় বলছে, স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তির অবর্তমানে তাদের পরিবারের সদস্যরাও মুক্তিযোদ্ধা ভাতাসহ সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
ঢাকা বিভাগের রাজবাড়ি জেলা : নতুন স্বীকৃতি পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন- সদর উপজেলার মো. নুরুল আমীন, মোস্তফা কামাল আজাদ খান, এসএম শহীদুল হক, মো. হায়দার আলী, মো. আবদুর রহিম খান, মৃত কাজী জিন্নাতুল আলম, নিরোদ চন্দ্র কুমার বিশ্বাস, মো. মোফাজ্জেল হোসেন, মো. আলী আক্কাস সরদার, মো. রোস্তম সরদার এবং আবদুল মান্নান মিয়া। গোয়ালন্দ উপজেলার মো. হাসমত আলী মণ্ডল, মো. আবদুর রশিদ মোল্লা এবং এমএ সিদ্দিকুর রহমান হিরা মোজাফফর হোসেন। বালিয়াকান্দির মো. আসমত ফকির, মৃত মইন উদ্দিন সেখ, মো. শফি উদ্দিন, আবদুস সামাদ শেখ, আবদুল খালেক মণ্ডল, মো. খন্দকার লিয়াকত আলী, স্বর্গীয় যুধীষ্টির মণ্ডল, অঞ্জু রায়, মো. মোনসের আলী, আবদুর রহিম খান, মৃত মোতাহার হোসেন মোল্লা, প্রণব বন্ধু চৌধুরী, মো. মোয়াজ্জেম হোসেন, মো. ইব্রাহিম মণ্ডল, বিনয় কুমার বিশ্বাস, আবুল কাশেম সেখ, সুবোধ মৈত্র, সুকুমার রায় এবং মো. ওহেদ শিকদার।
ফরিদপুর : সদর উপজেলার মো. আবুল হাসেম খান, মো. দেলোয়ার হোসেন, মো. আবদুল হালিম মৃধা, আবু সাইদ ইলিয়াছ, সৈয়দ আশরাফ আলী, খন্দকার শহিদুল আলম (তারা), সৈয়দ আ. মান্নান, দিলিপ কুমার দাস, আলহাজ অলিয়ার রহমান খান, মৃত মো. সোবাহান প্রামাণিক, শেখ সোলায়মান, মুন্সি মহিউদ্দিন (শহিদ পারভেজ), মো. আতিয়ার রহমান, খন্দকার মফিজুর রহমান জামাল, খন্দকার মিজানুর রহমান হালিম, মো. ইমারত হোসাইন খান, হাফিজুর রহমান খান (পাগলা বাবলু), রথীন্দ্রনাথ সাহা, মো. আইয়ুব হোসেন, মৃত শাহ মহিউদ্দীন আহম্মেদ, আবদুস ছামাদ সেক, তাফছের উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইসহাক শেখ, মো. নুর উদ্দীন শেখ, মৃত কেএম হুমায়ন, মো. আবদুল হক মিয়া, মো. আতিকুল মাজিদ, মো. মতিউর রহমান, মো. মোস্তফা মিয়া এবং দীলিপ কুমার চক্রবর্তী। চরভদ্রাসন উপজেলার আবদুল কাদের ফকির, মো. বেলায়েত হোসেন, আবদুল মালেক ফকির, মো. সৈয়দ হোসেন, আবদুল মোতালেব, মৃত মৌলভী আবদুল জব্বার খান ও মৃত নুরুল হক খান। সালথা উপজেলার মো. ফজলুল হক, মৃত তোতা খালাসী, মৃত মেছের মোল্লা, মো. মফিজুর রহমান খান, মো. আজিজুল হক মোল্যা, মৃত মো. হাতেম ফকির, মো. সাহেব আলী খান, আফছার মাতুব্বর, মো. আবু জাফর সরদার, আ. কুদ্দুস মাতুব্বর, মৃত মো. জামাল উদ্দিন, হারুন-অর-রশিদ হিরু এবং মৃত গোলাম আরেফিন মোল্যা। নগরকান্দার আ. রব সরদার, সৈয়দ আবুল বাশার, মৃত আ. খুলিলুর রহমান, মৃত রফিকুল ইসলাম, মৃত আলেপ বিশ্বাস, মৃত কেএম ওয়ালিউর রহমান, মো. শাহ আলম, মো. লায়েক মিয়া, মো. ওহাব মিয়া, মৃত মো. জিলু মোল্যা, মৃত নজরুল ইসলাম, মৃত মো. ফজলুর রহমান, মৃত মো. আ. মান্নান, মৃত মো. নুরু মিয়া সরকার, মো. এয়াকুব মিয়া, মো. হারুনর রশিদ, মো. আবুল কালাম আজাদ, মো. ইউনুছ মাতুব্বর, মো. সেকান্দার আলী প্রামাণিক, আ. সালাম মিয়া এবং হিরু মিয়া। মধুখালী উপজেলার মৃত আবদুল জলীল শেখ, আহাম্মেদ আলী মোল্লা, মো. ইদ্রিস আলী, মো. রকিবুল ইসলাম, মৃত কালীপদ দাস, আবদুল খালেক বিশ্বাস, মো. বদরুল আলী মোল্লা, মো. আতিয়ার রহমান মোল্লা, মো. আলম মোল্লা, মৃত মো. ছাত্তার শেখ, মৃত আমজাদ হোসেন, শেখ রফিউল হোসেন, শেখ মো. নিজাবুল হক, মৃত আবদুল মজিদ মোল্যা, মৃত মোতাহার শিকদার, মৃত মো. গোলাম কুদ্দুস, প্রফুল্ল কুমার সরকার, ভবেন্দ্র নাথ সরকার, বিমল চন্দ্র বিশ্বাস, উপেন্দ্রনাথ মণ্ডল এবং মৃত রফিকুল ইসলাম বিশ্বাস।
গোপালগঞ্জ : মুকসুদপুর উপজেলার মো. সামছুল হক ঠাকুর, মো. নওয়াব আলী, মো. মঞ্জুর মোরশেদ, আবু বকর সিদ্দিক, মৃত মোসারফ হোসেন, মোকলেচুর রহমান, মো. তছির কাজী, আতিয়ার রহমান, মো. আইয়ুব আলী শেখ, মৃত মো. ইমারত হোসেন (রাজা মিয়া), শেখ আবুল বসার, মো. মনিরুজ্জামান মোল্লা, সুশান্ত কুমার সরকার, নিরোদ বরণ সরকার, আবুল বাশার খান, মো. গুঞ্জর আলী মিনা, মো. গোলজার হোসেন, মো. ফরিদ তালুকদার, মো. আবুল খায়ের মুন্সি, মৃত সূর্য মিয়া, মৃত মো. নওশের কাজী, মো. আ. রাজ্জাক, মৃত হাসেম কাজী, মো. নুরুল ইসলাম সরদার, ওমর আলী শেক, মকিদুল রহমান, মো. সিরাজুল ইসলাম, চাঁন মিয়া, ফজলুল হক, মৃত হাবিবুর রহমান মিয়া, মো. কাইয়ুম সিকদার (জাফর), শামচুল হক, আইউব আলী মোল্যা, আজহার শেখ, মো. নুরুল ইসলাম, শাহ আকরাম হোসেন, মৃত মো. শামসুল হক চৌধুরী, মো. হান্নান শেখ, আ. জলিল শেখ, রফিকুদ্দিন শেখ, শাহজাহান মাতুব্বর, কাজী আ. মান্নান, বিমল কুমার মণ্ডল, আনিচুর রহমান চৌধুরী, করিম মোল্যা, শামচুল হক শেখ, মো. আ. হাই মোল্যা, মৃত খন্দকার আ. রাজ্জাক, মৃত মাজেদুর রহমান মিয়া, চিত্তরঞ্জন মণ্ডল, গিরিশ চন্দ্র হালদার, ধীরেন্দ্র নাথ মণ্ডল, সিরাজুল ইসলাম মিয়া, রমেন্দ্র নাথ বাকচী, মো. ছাকিম মোল্যা, মো. শাহ জাহান খান, মৃত পরেশ চন্দ্র মজুমদার, মৃত মো. রুস্তম আলী, মৃত মো. মহিউদ্দিন মোল্যা, মো. আজিজুল হক, আলী আহম্মদ মোল্যা এবং মো. কায়ছার মিয়া।
শরীয়তপুর : জেলার ভেদরগঞ্জের সাইদুজ্জামান, মো. মকবুল হোসেন, মৃত মো. অলি উল্লাহ সিকদার, মৃত মো. আমিনুর রহমান মোল্লা, মো. আহসান উল্লা, মৃত হাজী এসএম সফিউল্যাহ সরকার, মৃত ফিরোজ হাওলাদার, মো. নুরুল ইসলাম, মো মকবুল হোসেন বেপারী, মো. শুকুর মিয়া, সেকান্দার মোল্লা, ইসমাইল সরদার, মৃত শ্রী রঞ্জিত কুমার দেবনাথ, আবদুল কাদির চৌকিদার, ফজলুল হক শেখ, মো. আবুল হোসেন মাঝি, আ. রহমান শেখ, মো. আমিন উদ্দিন মোল্লা, মো. ইয়াছিন সরদার, মো. আবুল হাছান আজাদ এবং মো. ফজলুর রহমান। ডামুঢ্যা উপজেলার মো. নুরুল হক হাওলাদার, আলতাফ হোসেন খান, মৃত এসএম আবদুল জব্বার, মো. ছালাম কবিরাজ, আবদুর রব ফকির, আ. জলিল বয়াতী ও মো. মজিবুর রহমান। গোসাইরহাটের মো. মোবারক হোসেন মৃধা, মো. ইছহাক মিয়া, আনোয়ার হোসেন ঢালী এবং এমএম আলী আহমদ। জাজিরার মো. দবীর উদ্দিন ফকির, মো. মোতালেব ফকির, আবদুল খালেক হাওলাদার, মো. বেলায়েত হোসেন বাদশা মিয়া, মো. নাজমুল হুদা, আ. জব্বার আকন, আবদুল মালেক মিয়া, শহীদ হাবিবুর রহমান হিরু, মো. সিরাজুল ইসলাম খান, বিএম শাহজাহান, আবু বকর বেপারী, মো. ফজলুল হক, মো. শাহজাহান মোল্লা, মো. আবদুর ছাত্তার খলিফা এবং মোতালেব শরীফ।
মাদারীপুর : রাজৈর উপজেলার ক্ষিতিশ চন্দ্র মল্লিক, গকুল চন্দ্র দাস, কালাচান বাড়ৈ, মো. আ. মোতালেব মিয়া, নিরাঞ্জন বাড়ৈ, নিখিল চন্দ্র বৈদ্য, সুখদেব সরকার, খোকন মোল্লা, মৃত নজরুল ইসলাম শেখ, মো. মজিবুর রহমান চৌধুরী, এসএম চাঁন মিয়া, মৃত্যুঞ্জয় ভক্ত, মো. আতাউল রহমান সিদ্দিক লস্কর, মো. ইউসুফ আলী মিয়া, মো. সিরাজুল ইসলাম, আ. রাজ্জাক কাজী, আলতাপ হোসেন মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, সুরাণ আকন, একে আজাদ, মো. ফজলুল হক মিয়া, মো. শামসুল আলম মিয়া, আলহাজ আবু বক্কর সিদ্দিক, মো. তোতা মিয়া, মো. কাউছার মোল্লা, এসএম শাহজাহান, নুরুদ্দিন ফরাজি এবং শ্যামাপ্রসাদ বেপারী।
নরসিংদী : সদর উপজেলার মৃত কাজী হাতেম আলী ও মানিক লাল সাহা, মনোহরদীর মৃত কফিল উদ্দিন গাজী, বেলাবোর মৃত সিরাজুল হক ও মো. শফিকুর রহমান, রায়পুরার মো. রজ্জব আলী, ইব্রাহিম মিয়া, মো. ওয়াজ উদ্দিন, মৃত মো. জাহিদুল হোসেন, মৃত মো. নুরুল হক, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল আমিন, মৃত কফিল উদ্দিন ভূঁইয়া, মৃত সামসুজ্জামান, মোহাম্মদ কুতুব উদ্দিন, এএইচএম আসাদ উল্লাহ, মো. মেজবাহ উদ্দিন মিয়া, খোরশেদ আলম, মৃত বজলুর রহমান, মৃত জহির উদ্দিন এবং মুন্সি আবদুল মতিন।
গাজীপুর : সদর উপজেলার এমএ সামাদ, মো. ইউনুস আলী ও আবুল খায়ের মো. নুরুল ইসলাম। শ্রীপুর উপজেলার মৃত আবদুল হালিম, মোস্তাফিজুর রহমান, মো. সবদুল হোসেন মিয়া, মো. সফিকুল ইসলাম, মো. হাফিজ উদ্দিন, মৃত আবুল বরকত খান, মো. জামাল উদ্দিন, বিপদ ভঞ্জন সরকার ও বিদ্যারঞ্জন দাস। কালিয়াকৈরের নারায়ণ চক্রবর্তী, কালীগঞ্জের আহম্মেদ আলী, মো. হুমায়ুন কবির, চিত্ত ফ্রান্সিস রিবেরু, আবদুল মতিন, মৃত মো. শপিউদ্দিন ভাঙ্গী, মো. শাহজাহান সরকার, অরুন আলফন্স ডি কস্তা, মৃত অমুল্য আন্তনী রোজারিও, ফুলু সরকার, সুবাস নিকোলাস ডি কস্তা, ইগনেসিয়াস গমেজ এসজে, শাহজাহান সরকার, সামছুল হক চৌধুরী, মৃত মতিউর রহমান এবং মো. আক্তারুজ্জামান। কাপাসিয়া উপজেলার মো. মিজানুর রহমান, মো. মতিউর রহমান, মো. গিয়াসউদ্দিন খান, মো. নজরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মৃত মজিবুর রহমান, মৃত ডা. গিয়াস উদ্দিন, মো. ফিরোজ খান, মৃত মনির উদ্দিন বেপারী, আ. রশিদ সরকার, আ. আওয়াল, মো. এমদাদুল হক পালোয়ান, মো. ফাইজ উদ্দিন, আ. রশিদ এবং মো. আফাজ উদ্দিন।
কিশোরগঞ্জ : সদর উপজেলার শাহ মোহাম্মদ লিয়াকত আলী ও ঊষা রানী দেবী, ইটনার মো. জসীম উদ্দিন, করিমগঞ্জের মো. আবুল হাসেম ও মো. আবদুল করিম। হোসেনপুর উপজেলার মো. জমসেদ আলী, মৃত সোহরাব উদ্দিন খান, মো. আবদুল মতিন আকন্দ, মো. সুলতান উদ্দিন, মৃত মরজত আলী, মৃত একেএম নুরুল হক, মো. আলতাফ উদ্দিন, মো. গুণী মিয়া, মৃত সিরাজ উদ্দিন, মো. খলিলুর রহমান ও মৃত আলী আহমেদ। পাকুন্দিয়ার মৃত মো. সোহরাব উদ্দিন, মো. রইছ উদ্দিন, মৃত সিরাজুল হক, মো. শুকুর আলী, মো. খলিলুর রহমান, চাঁন মিয়া, মৃত ডা. আফাজ উদ্দিন (শুক্কুর ডাক্তার), মৃত মো. আবদুর রহমান, মোহাম্মদ আ. রহিম, মৃত সৈয়দ নাজিমুল হক (নুরুল ইসলাম) এবং একেএম শহীদুল হক। অস্টগ্রাম উপজেলার মৃত কাজী আবদুল বারী, মিঠামইন উপজেলার মৃত মো. ওয়াহিদুজ্জামান, মো. খালেদ দাদ খান, মৃত মো. মর্তুজ আলী, মৃত মো. আবদুল মান্নান, মো. আকবর মৃধা, রইছ উদ্দিন, ভৈরবের মো. বাচ্চু মিয়া ও মৃত হরিশ চৌধুরী, কটিয়াদীর মো. নুরুল আমিন ও মৃত মো. আবদুর রজ্জাক এবং নিকলীর মৃত মো. জামাল উদ্দিন ভূঞা।
টাঙ্গাইল : সখীপুর উপজেলার মৃত আবু হানিফ, মৃত দৌলত খান, মো. মতিয়ার রহমান, লাল মিয়া, মো. আমির হোসেন, এমএ হামিদ, মো. কুতুব উদ্দিন আহমেদ, মো. মুনছর রহমান, মো. শাহজাহান মিয়া, মৃত মো. আ. আউয়াল মিয়া, মো. আ. মালেক মিয়া, মীর মতিয়ার রহমান, মো. আ. আজিজ, মো. জোয়াহেরুল ইসলাম, মো. কাজী নুরুল ইসলাম, মো. রমজান আলী, মো. লাল মামুদ মিয়া, মো. রফিকুল ইসলাম মিয়া, মো. হাসমত আলী, মো. কায়েম উদ্দিন মিয়া, মোহাম্মদ মহসিনুজ্জামান, মো. শাহজাহান, আ. বছির তালুকদার, মো. আ. ছালাম সিদ্দিকী, মো. আনিসুর রহমান, মো. আ. ছালাম, মীর আবদুছ ছালাম, মো. কুতুবউদ্দিন, মো. আ. রশিদ এবং মো. তোমেজ উদ্দিন। গোপালপুরের মো. তালেব আলী, মো. আ. হামিদ খলিফা, মো. আ. রহমান, মো. আমির হোসেন, মৃত মুছা মিয়া ও মো. হাসমত আলী মিয়া। ধনবাড়ী উপজেলার একেএম আজাদ, মো. আবদুস ছাত্তার, মো. হোসেন আলী, মো. আলী আকবর, মো. সোহরাব আলী, মো. হাফিজুর রহমান, মো. মজিবর রহমান, মৃত মো. আ. রহিম বাদশা, মো. রেজাউল হক এবং মো. আ. ছাত্তার। এছাড়া নাগরপুর উপজেলার মো. সোহরাব আলী মিয়া, মৃত খন্দকার লুৎফর রহমান, মৃত আবদুল খালেক, মো. আবদুল করিম, মো. জিন্নাহ মিয়া, মো. এরশাদ দেওয়ান, মো. জাহাঙ্গীর খান, মো. আ. করিম, মৃত ছিদ্দিক হোসেন তালুকদার, মো. নুরুল ইসলাম, মৃত একেএম আবদুল বাতেন, মো. ময়নুল হক, মৃত আ. ছাত্তার, শংকরচন্দ্র দাস (নিকসন), মৃত মো. আ. মালিক, মো. সোহরাব আলী, মো. নুরুল ইসলাম, মো. এনায়েত হোসেন, আ. বাছেদ মিয়া, মৃত হাজী মো. কবীর মিয়া, মো. বাবুল আক্তার, মো. আ. হাই, মো. ইনামুল হক, মো. নুরুল ইসলাম (মামুন), মো. লায়েক আলম, আবদুর রউফ, মৃত লাল মিয়া, এমএ খালেক, মো. আশরাফ হোসেন খান, মৃত আ. মতিন খান, মো. তাহেরুল ইসলাম খান, মৃত আবদুল কাশেম, মনজুর রাশেদ, মৃত রেফাজ উদ্দিন মিয়া, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান খান, আ. খালেক, মৃত মো. আফাজ উদ্দিন, মৃত মোনছুপ এবং মৃত তফিজ মিয়া।
চট্টগ্রাম : বাঁশখালী উপজেলার আনোয়ারুল ইসলাম, মৃত বখতেয়ার নূর সিদ্দিকী। সন্দ্বীপ উপজেলার মো. সেলিম উদ্দিন, এএমএম শফিউল্লাহ, আবুল কাশেম সবুজ, মো. আবদুল বাতেন, আবুল কাশেম, এসএম মাঈন উদ্দিন, হুমায়ুন দাস্তগীর, হাজী মো. শহীদুল ইসলাম, মোহাম্মদ মজিবুল মাওলা, নুর ছাপা। সীতাকুণ্ড উপজেলার ফুয়েজ উল্লাহ, নুরুল আমিন, মৃত ছলিম উল্ল্যা, মো. নুরুল হুদা, জেবল হোসেন, মো. নুর সোলেমান, মৃত মো. শহীদুল ইসলাম, ওসমান গনি, মৃত সিরাজুল হক চৌধুরী, মীর মোজাহের দৌলা, মোহাম্মদ নুরুল আলম, মোস্তফা কামাল, মো. দিদারুল ইসলাম, হারুনুর রশিদ, মৃত আবদুল্লাহিল মামুন, মৃত মফিজুর রহমান, অজিত বিশ্বাস, নুর সোলাইমান।
নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার মৃত চৌধুরী মিয়া, হাফিজ আহমেদ ভূইয়া, আবু তাহের, মোহাম্মদ মোস্তফা, খলিলুর রহমান, মৃত মো. হামিদুল হক (বকুল), মো. নুরুল হক, মৃত মোহাম্মদ ইউসুফ, সৈয়দ আহাম্মদ, আবুল কাশেম, আবদুর রহমান, আনোয়ার আহম্মদ, রহমত উল্যা। চাটখিল উপজেলার মো. আবুল কালাম, আবুল কালাম, মো. মাহবুবুর রহমান (মন্টু), মো. আবদুল গফুর, মো. নুর নবী, গোলাম মাওলা (শাহজাহান), মো. আবুল কালাম, মোহাম্মদ ইউসুফ, মৃত ডা. নূর উল্লাহ, ছায়েদুর রহমান, মৃত এরসাদ হোসেন, মো. ফজলুল করিম, মো. শাহজাহান, মৃত হুমায়ুন কবির, মৃত মো. মমিন উল্যা, সামছুল আলম ভূঁইয়া। কোম্পানীগঞ্জ উপজেলার এএসএম আবদুর রহিম, নুরুল আলম, জালাল আহম্মেদ, মো. মফিজ উদ্দিন, আবদুল মালেক, নুরের রহমান। কবিরহাট উপজেলার মো. আকরাম খাঁন, মো. রফিকউল্যা, মো. ইলিয়াছ, আবুল খায়ের, মো. আ. মান্নান, সিরাজুল হক। বেগমগঞ্জ উপজেলার রফিক উল্যা, লুৎফর রহমান, মোহাম্মদ খলিলুর রহমান, এসএম মমিনুল ইসলাম, মৃত মো. মফিজ উল্যা, মৃত আবদুল গোফরান, মো. হানিফ চৌধুরী, মৃত নূর আলম ভূঁইয়া, মো. কেরামত আলী, মো. নুরুল হুদা, মৃত ইয়াকুব আলী ভূঁইয়া, বেলায়েত হোসেন, মৃত আহাম্মদ উল্যা টিএসটি, আবদুর রব, মৃত মো. জহিরুল ইসলাম চৌধুরী, মৃত আবদুল মজিদ, আবুল খায়ের, ফরমান উল্যা, ফখরুল ইসলাম, মো. ফজলুল হক, মো. নুরুজ্জামান, মো. আবু বকর, হাবিবুর রহমান, মরহুম মাহাবুবুল আজিজ, মো. আবদুল হাই, মো. নুরুল হক, মো. সামছুল ইসলাম, মৃত কামাল উদ্দিন আহমেদ, মো. সফিউল্লাহ।
ফেনী : ফেনী সদর উপজেলার মৃত মুছা মিয়া, রফিক আহাম্মদ, মো. আবু ইউছুফ, আবুল হোসেন ভূঞা, মৃত মোহাম্মদ রেজাউল করিম খান, হোসেন আলম, মৃত ওবায়দুল হক, আবদুল মান্নান, মো. ইউসুফ ভূঞা, মৃত মো. আবুল কালাম, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ সাহাব উদ্দিন, মাহমুদুল হক, বাচ্চু মিয়া, আবদুল গোফরান ভূঞা, সফি উল্যাহ, মো. সরওয়ার আলম, মৃত শাহজাদা আহমদ দুলারী, আবুল কাশেম, কাজী হমায়ুন কবির, মো. শাহাদাৎ হোসেন, রবিউল হক, মো. এনইউএম জাহাঙ্গীর চৌধুরী সেলিম। দাগনভূঞা উপজেলার হাজী আবদুল জলিল, মো. আবু তাহের, মো. আবু তাহের, আবদুর রশিদ মুন্সি, মো. ইয়াছিন, মজিবুল হক, রহুল আমিন, মো. ইউনুছ, আবদুর রব, মো. হাবিব উল্লাহ চৌধূরী, মো. আবদুর রশিদ। পরশুরাম উপজেলার মো. মিজানুর রহমান, মৃত জাহাংগীর খন্ডলী, মো. শাহজাহান মজুমদার, মকবুল আহাং, মৃত কাজী আবুল হাশেম, এটিএম মুনির উদ্দিন। ছাগলনাইয়া উপজেলার মৃত আবদুল গফুর ভূইয়া, মৃত ফজলুল হক চৌধূরী, মৃত বসির আহাম্মদ, মো. শাহাদাত উল্যা, ওবায়েদ উল্যাহ, মৃত রুহুল আমিন মজুমদার, মো. আবু তাহের, আবুল হাসেম ভূইয়া, তাজুল ইসলাম, আবুল বশর, মৃত সফি উল্যাহ, ছিদ্দিক উল্লাহ, এবিএম এনামুল হক খোন্দকার।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর উপজেলার দীন মোহাম্মদ, তাজাম্মেল হোসেন, মৃত আবু তাহের চৌধুরী, মৃত আলী আকবর, মো. নুরুল আমিন, সালাহ উদ্দিন আহম্মেদ ভূইয়া, শহীদ মোস্তফা কামাল, মৃত ভূপতি রঞ্জন চৌধুরী, মো. সামছুল আলম, মো. হেলাল উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মৃত তোফায়েল আহাম্মেদ, মৃত মো. ছায়েদুল হক ছাদু, আবদুল ওয়াহেদ, মৃত মো. হোসেন, মোশারফ হোসেন, মোস্তফা কামাল, মৃত খোরশেদ আলম খান, মকবুল আহম্মেদ, মৃত কেএম ছিদ্দিক উল্লাহ।
রায়পুর উপজেলার শহিদ হোসেন, এ ক এম আনোয়ার হোসেন, মো. ছালেহ, মো. আলী (মোস্তফা), মো. সিরাজ উল্যা মাস্টার, মো. হানিফ।
রামগতি উপজেলার মো. গোলাম খালেক, মো. মফিজুল হক।
কুমিল্লা : লাকসাম উপজেলার হাজী আবুল কাসেম। বুড়িচং উপজেলার মো. আবু জাহের, মো. হাজী আতাউল হক, মো. মোবারক আলী, মৃত আবদুছ সামাদ, মৃত আবুল হান্নান, মো. আবদুল রশিদ, মৃত সুলতান আহাম্মদ, আখলাক হায়দার, মো. বসারত আলী ভূঞা, মো. ছিদ্দিকুর রহমান। দেবিদ্বার উপজেলার মৃত মো. মজিবুর রহমান, মো. আবুল কাশেম, মৃত মাজেদুল ইসলাম মোল্লা, মৃত সাখাওয়াত হোসেন, মৃত নাছির উদ্দিন সরকার, মো. রহিম সরকার, মো. শাহ আলম, মৃত মো. সামসুল হক, কাজী আব্দুল ছামাদ, মো. রেজাউল করিম, মো. আব্দুল মান্নান, মৃত মো. আ. কাদের, মো. আবদুল হালিম, শহীদ আ. রহিম, মৃত সফিকুল ইসলাম লিল মিয়া, মো. অহিদুর রহমান সরকার, মো. শহীদুল ইসলাম, মৃত মো. ওয়ারিশ মিয়া, আ. বারী ভূইয়া, ময়নাল হোসেন ভুইয়া, মো. আ. বারী, মো. ফুল মিয়া, মো. আলফু মিয়া (আলফু ফকির), মো. জায়েদ আলী, মৃত মো. মোখলেছুর রহমান, মো. রমিজ উদ্দিন, মো. আ. রশিদ, মো. আবুল হোসেন, মৃত আকামত আলী, মৃত মো. দুধ মিয়া, মো. আবদুল হাই, মো. ফজলুল হক সরকার, মো. রফিকুল ইসলাম সহিদুল্লাহ, সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. মর্তুজ আলী, মো. আবদুল লতিফ ভুইয়া, মো. এরশাদুল আলম, মো. ফজুলুর রহমান, মো. আবদুল হালিম ভুইয়া, মো. আবদুর রশিদ ভুইয়া। হোমনা উপজেলার মো. হোসেন, সফিউদ্দিন আহাম্মেদ, গোলাম মোস্তফা, মো. আবদুল খালেক, মো. মনিরুল হক খন্দকার, আবুল কাশেম, মো. জালাল দেওয়ান, জাহাঙ্গীর সেলিম। মনোহরগঞ্জ উপজেলার মৃত এবিএম ফয়েজুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার নাছির উদ্দীন ভূঞা, সৈয়দ গিয়াস উদ্দীন, মৃত আবুল হাসেম, মৃত আব্দুল হান্নান ঠাকুর, শংকুর চন্দ্র দেব, মো. মোবারুল হক, মোহম্মদ আলী ভূঁইয়া, মৃত হাবিঃ আঃ রহমান, মো. হেবজু মিয়া, মো. সহিদুল হক, মো. ওমর কাজী, মৃত মোহন মিয়া, আমিনুল ইসলাম, এমএ হাফেজ ভুইয়া, মো. জয়নাল হোসেন, মো. ফেরদৌস খান। আখাউড়া উপজেলার মৃত মো. রহিজ উদ্দিন, মো. মিয়া আব্দুল মতিন, মো. আবু তাহের, মৃত মো. নসু মিয়া, নুরুল ইসলাম চৌধুরী, মৃত মো. ফজলুল হক, মৃত মো. ওয়াহিদ, হেলাল উদ্দিন কাজী, নন্দলাল কর্মকার, মো. আবদুল হাই ভূঞা, মো. মাজহারুল হক, মো. ইদ্রিস মিয়া। আশুগঞ্জ উপজেলার মো. অহিদ মিয়া, মৃত ইব্রাহীম, লায়েস মিয়া, মো. আবুল কালাম, মো. আলী আফজাল, ইয়ারুল ইসলাম, মো. খুরশিদ মিয়া, আব্দুল হেকিম, মো. হুমায়ুন কবীর। বাঞ্ছারামপুর উপজেলার মির্জা ইসমত ইনুন, আবদুল হালিম, আমিরুল ইসলাম, এফএফ মো. গিয়াস উদ্দিন, মো. হারুনুর রশিদ, মো. ছেনু মিয়া, মো. হারিছ মিয়া, মো. আ. করিম, তফাজ্জল হোসেন, আ. খালেক, মো. মফিজউদ্দিন আহমেদ, আব্দুল লতিফ, মৃত আরশাদুর রহমান, মো. আবু তাহের, মোবারক হোসেন, আবদুল হালিম, মৃত ওয়াজেদ আলী, ভিএফ মো. মাইনউদ্দিন, মৃত এফএম আব্দুল জব্বার, মৃত আবুল হাসেম খান, মো. সহিদুল হক, মৃত আওলাদ হোসেন। কসবা উপজেলার মো. সামসুল আলম, জহিরুল হক, নোয়াব মিয়া, শাহাবুদ্দিন ভূইয়া, মো. হাবিবুর রহমান চিশতি, মো. আবদুল হান্নান, আবু বক্কর ছিদিক, মরহুম আনু মিয়া রৌশন আলী, মো. হারুন অর-রশিদ, মো. আবুল কাশেম, মো. ইকবাল হোসেন খান, মো. মজিবুর রহমান, আলী আজ্জম, মৃত হিরন খান, মো. আবদুল কাদির ভুইয়া, মৃত মিজানুর রহমান হামদু, লালা মিয়া, মৃত মো. সহিদ উল্লাহ, মোহাম্মদ সফিকুর রহমান, খান চৌধুরী মো. হুমায়ুন কবির, খুরশেদ আলম, মো. জাহাঙ্গীর আলম, মোসলেহ উদ্দিন, মো. ফুল মিয়া।
রাজশাহী : জয়পুরহাট উপজেলার মো. হাবিবুর রহমান, মৃত মোহা. আব্দুল মান্নান, মৃত তসলিম উদ্দীন আনছারী, মো. লুৎফর রহমান, মো. আসাদুর রহমান, মো. আজিবর রহমান। ক্ষেতলাল উপজেলার পরিমল চন্দ্র বর্মন। আক্কেলপুর উপজেলার মো. আশরাফুল ইসলাম, মো. আজিজুল হক, মো. মোজাম্মেল হক, একেএম ওয়াহেদ, মো. আনিছুর রহমান, মো. খায়রুল ইসলাম, মৃত আকরাম হোসেন, মো. আত্তাফ উদ্দীন আহম্মেদ, মো. আজিজার রহমান, মো. শাহ আলম তালুকদার। পাঁচবিবি উপজেলার মো. আলতাফ হোসেন, মো. আবুল হোসেন, আব্দুর রউফ আকন্দ, শ্রী বানো পাহান, মৃত আ. সামাদ, মো. সফিজ উদ্দিন মন্ডল, শ্রী বিরেন্দ্র নাথ সরকার, মৃত বিশ্বনাথ।
রাজশাহী : তানোর উপজেলার মো. হারুন অর রশিদ। পুঠিয়া উপজেলার কেএম আব্দুর রহিম, মো. মাজদার রহমান।
নওগাঁ : ধামইরহাট উপজেলার মৃত জামাল উদ্দিন, মি. মাথাই টুডু, মো. রইচ উদ্দিন, মো. মোকারম হোসেন আহমদ, মৃত আ. রহমান, মৃত আ. সোবহান সরকার।
নাটোর : বাগাতিপাড়া উপজেলার মো. সোলাইমান আলী, মো. আব্দুল রাজ্জাক খান, মৃত মোতাহার হোসেন। বড়াইগ্রাম উপজেলার বীরেন্দ্র নাথ রায়। লালপুর উপজেলার মো. সাহাব উদ্দীন, মো. আবুল কালাম, মো. আমজাদ হোসেন, শহিদ মজিবর রহমান, মো. সাবান বিশ্বাস, মৃত জমসেদ আলী প্রামাণিক, মরহুম রোস্তুম আলী সরকার, মৃত জাহাঙ্গীর আলম, মৃত পিয়ার উদ্দিন। নাটোর সদর উপজেলার মৃত অমরেন্দ্রনাথ ভট্টাচার্য, মো. ফজলুর রহমান, মো. ভাদু মন্ডল, মৃত আফসার ফকির, ইব্রাহিম প্রাং, মো. কামরুল ইসলাম, আশরাফুল আলম, সুলতান আহম্মেদ, মৃত মকবুল হোসেন, মো. আমজাদ হোসেন, মো. শরিয়ত উল্লাহ, মো. মজিবর রহমান সেন্টু, মৃত রফিক উদ্দিন সরকার, অঞ্জলী রানী সরকার, মৃত মফিজ উদ্দিন, শেখর দত্ত, মৃত শাহ নজরুল, মৃত আরশেদ আলী মন্ডল।
চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাট উপজেলার মো. কোহিনুর আলম, মো. সামসুদ্দীন, মো. সাহাবুদ্দীন, মো. আলী ইমাম, মৃত মোজাম্মেল হক, মো. নুরুল ইসলাম। গোমস্তাপুর উপজেলার মো. মোজাহারুল ইসলাম, মৃত শুকুর উরাও, মো. জার্জিস আলম, মো. আব্দুস সাত্তার, মো. মকবুল হোসেন। শিবগঞ্জ উপজেলার মৃত তোবারক হোসেন, মোহাম্মদ আজিজ উদদৌলা, মোহা. মোশাররফ হোসেন, মো. জালাল উদ্দীন, মো. আব্দুল হক, মো. রবিউল হক, আবু মো. সাইফুল ইসলাম রেজা, জিএমকে আকতারুল ইসলাম, মৃত কুলবান আলী, মৃত নেশার উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. সোনার উদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. সাহাবুল হক, মো. ফজলুর রহমান, মো. সোহবুল আলম, মৃত আফসার হোসেন, মো. গোলাম মোস্তাক, মো. আজিজুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. রেজাউল করিম, মৃত আফসার আলী, মো. বানারুদ্দিন, মো. আফসার আলী।
সিরাজগঞ্জ : সদর উপজেলার মো. কুদরত আলী, মৃত গোলাম ছরোয়ার, মৃত লিয়াকত আলী, মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম, মো. ইউসুফ আলী মিয়া, মৃত জামাল উদ্দিন মণ্ডল, মো. আকতার হোসেন, মো. জহিরুল ইসলাম সরকার, এমকে বুলবুল হাসান, মো. আবদুস ছামাদ সরকার, মৃত আবদুল কুদ্দুস খান, মীর ফজলুল হোসেন, মৃত গোলাম সরোয়ার তালুকদার, মো. আবদুল খালেক শেখ, মৃত সৈয়দা ইসাবেলা, মো. আবু বকর সিদ্দিক, শ্রী শচীন্দ্র নাথ চক্রবর্তী, মৃত নুরুল ইসলাম তালুকদার, মো. ইব্রাহিম হোসেন, অধ্যাপক ডা. আবদুস সোবহান, মৃত আবদুল কাদের, মো. সামছুল হক তালুকদার, মো. আবদুল মজিদ সেখ, মো. আলতাফ হোসেন, মৃত আনোয়ার হোসেন (তারা), মৃত শাহজাহান আলী, মো. আবুল কাশেম সেখ, মো. মাহমুদ হাসান ভুঁইয়া, মৃত দলিলুর রহমান তাং, মো. লুৎফর রহমান, মো. আবদুল লতিফ। শাহজাদপুর উপজেলার মো. মাসুদুল ইসলাম খান লোদী, মো. আবুল কাশেম মিয়া, মো. আবদুল রউফ মিয়া, মো. নুর ইসলাম, মৃত আবুল হোসেন, মো. সাইফ উদ্দিন, মো. ফজলুল বারি, মো. ফজলুল হক, মো. আবদুল কুদ্দুস আনছারী, হাজী মো. রহম আলী, গাজী মো. হযরত আলী, কামারখন্দ উপজেলার মো. আবদুস ছাত্তার, মো. আবদুর করিম খান, মো. জিন্নাহ মিয়া, একেএম মোরশেদ, আবদুল ওয়াহাব।
বগুড়া : মৃত উদয় চন্দ্র সিংহ, শ্রী অতুল চন্দ্র রায়, মৃত আমজাদ হোসেন, মো. আবদুল বারী, মো. আকরাম হোসেন প্রাং, মো. আবুল কালাম আজাদ, মো. সিরাজুল হক, মৃত মীর হোসেন। দুপচাঁচিয়া উপজেলার মো. আবদুল করিম, মো. খয়বর আলী, মো. সেকেন্দার আলী, মো. ইমদাদুল হক, মৃত ভবেশ চন্দ্র দাস, মৃত ফজলুর রহমান। ধুনট উপজেলার মৃত আজিজুর রহমান, মো. আজমল হোসেন, মৃত আবদুল খালেক সরদার, মো. রেজাউল করিম, আবদুল কাদির, মৃত রফিকুল ইসলাম সরকার (আউয়াল), মো. রেজাউন নবী, মৃত খোরশেদ আলম। শেরপুর উপজেলার শহীদ কফিল উদ্দিন। কাহালু উপজেলার প্রশান্ত কুমার বিশ্বাস, মো. আকবর আলী সরকার। শিবগঞ্জ উপজেলার মৃত রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম (হান্না), মো. আবদুল জলিল তালুকদার। সোনাতলা উপজেলার মো. আজমত আলী, মৃত সাহাব উদ্দিন, মো. খায়রুজ্জামান, মো. মোজাম্মেল হক, মো. তমিজ উদ্দিন প্রামাণিক, মো. ছবদার রহমান, মো. আবুল হোসেন, মো. নাজির উদ্দীন, মো. সিরাজুল ইসলাম, মো. আ. গফুর মণ্ডল, মো. আজিজুর রহমান, মো. ওয়াজেদ আলী, মো. আবদুর রহমান, মো. কামরুজ্জামান, মো. আবদুল হাই, মো. জাকিউল হাসান (সানু মিয়া), মো. আমজাদ হোসেন, মো. ফজলুল হক, এটিএম ইউনুছ আলী, মৃত জহুরুল ইসলাম সরকার। সারিয়াকান্দি উপজেলার মো. আফতার হোসেন, মো. লোকমান হোসেন, মো. রফিকুল ইসলাম, মৃত আবুল কামাল আজাদ।
নেত্রকোনা : কলমাকান্দা উপজেলার মৃত আ. রব হাজারী, মো. আইয়ূব আলী, আ. আলী, মো. জাহের আলী, ডা. মো. আক্কাছ আলী শেখ, কাছম আলী, আ. রশিদ, মৃত ডা. মুসলিম উদ্দিন আহম্মদ, অরুন কান্তি সরকার। বারহাট্টা উপজেলার আ. রাজ্জাক। পূর্বধলা উপজেলার মো. আবদুল মালেক, মো. শামছুদ্দিন, মো. হারুন অর রশিদ তালুকদার, মৃত আমানত খান, মো. হযরত আলী, মৃত রুহুল আমীন তালুকদার। মোহনগঞ্জ উপজেলার কুমুদ রঞ্জন সরকার, মিহির কুমার সেন। মো. আবুল কাশেম, শহীদ দবির উদ্দিন আহাম্মেদ, মৃত মো. আবদুল আজিজ মিয়া, মো. আবুল বাশার, মৃত মো. আব্দুর রহমান। দুর্গাপুর উপজেলার সেলিম তালুকদার, মো. আব্দুল জব্বার, মৃত আয়ুব আলী, নির্মল কুমার বিশ্বাস।
জামালপুর : বকশীগঞ্জ উপজেলার মো. আব্দুল মমিন, শ্রী পরিমল চন্দ্র সাহা, মো. আ. কাদের, মো. আব্দুল মমিন, মো. ফরিদ উদ্দিন আক্তার।
ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার নেয়ামত আলী, মো. ফজলুল করিম, মো. তারা মিয়া। ফুলপুর উপজেলার ইসমাইল হোসেন সিদ্দিকী। গৌরীপুরের স্বর্গীয় ডাক্তার হেমন্ত কুমার স্যান্যাল, মো. শামছুল আলম, মো. আব্দুস সামাদ। মুক্তাগাছা উপজেলার এএস মিসবাহ উদ্দিন আহাম্মদ, মৃত অতিন্দ্র লাল বড়ুয়া, আলহাজ মো. আ. মোতালেব, মৃত অডভোকেট শামছুল হক। ধোবাউড়া উপজেলার জালাল উদ্দিন পালোয়ান। ঈশ্বরগঞ্জ উপজেলার আবুল কালাম ভূইয়া, মো. ফখর উদ্দিন। শেরপুর উপজেলার ওমর আলী, আজমত আলী। শেরপুর সদর উপজেলার মো. মোসলেম উদ্দিন। নকলা উপজেলার মো. ইছরাফিল খলিল, মো. আমিনুর রহমান মনি, মৃত আব্দুল মান্নান, মো. হায়াতুল্লাহ। শ্রীবর্দী উপজেলার মো. আবুল হোসেন, শাহজাহান মিয়া। জামালপুর উপজেলার মৃত মো. মোছা।
সিলেট : সিলেট মহানগরের আব্দুল মছব্বির, শওকত আলী। সদর উপজেলার নুরুল ইসলাম, মো. আবুল কালাম, মৃত আজাদ মিয়া, ফারুক মিয়া, ছাদ উদ্দিন আহমদ, মঞ্জু রানী দেবনাথ, শক্তি দেবী কানন, মকদ্দছ আলী, সিরাজুল ইসলাম। বিয়ানীবাজার উপজেলার মৃত ভূপেন্দ্র মালাকার, মৃত আলাউদ্দিন চৌধুরী, বাবুল চন্দ্র ধর, খয়রুল ইসলাম চৌধুরী, মৃত মো. লুৎফুর রহমান, মৃত মো. তজমুল আলী আনসার। জকিগঞ্জ উপজেলার দেবেশ্বর নমশূদ্র। গোলাপগঞ্জের শহীদ ওয়াছিক আলী, মো. আব্দুর রাজ্জাক, মো. ওমর খৈয়াম চৌধুরী, মাসুক আলী, আনোয়ার হোসেন, মো. জিয়া উদ্দিন, নজরুল ইসলাম (লাল মিয়া), আব্দুর রহমান, মৃত মো. ফখরুল ইসলাম চৌধুরী। গোয়াইনঘাট উপজেলার দীপানন্দ চক্রবর্তী, মো. আব্দুল হালিম, মোহাম্মাদ ইব্রাহীম, আমির আলী, মো. আ. রহিম, এমএ রশীদ, মো. হাকিম আলী, শ্রী সিদাম দেবনাথ, মৃত চান মাহমুদ মিয়া, শহীদ আব্দুল গফুর। বিশ্বনাথ উপজেলার আব্দুল কাইয়ুম, আলকাছ আলী। জৈন্তাপুর উপজেলার জসিম উদ্দিন, আব্দুর রশিদ, মৃত মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল জলিল। দক্ষিণ সুরমা উপজেলার তুরন মিয়া, মৃত পীর হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিন, জিতেন্দ্র কুমার মালাকার। সুনামগঞ্জ সদর উপজেলার মো. সোলেমান মিয়া, আব্দুল জব্বার, মৃত দারগ আলী, মানিক লাল রায়, মৃত হীরেন্দ্র তালুকদার, মৃত আব্দুল লতিফ, ডা. তোছাদ্দক হোসেন তসু, মৃত আব্দুল হক, ইদ্রিস আলী, মৃত সিরাজুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, কাশেম আলী (আনসার)। দোয়ারাবাজার উপজেলার মো. আব্দুল খালেক, মো. আবু বকর ছিদ্দিক, মো. শুকুর আলী, মৃত মো. রমিজ উদ্দিন, মৃত সামছুল ইসলাম, মৃত উমেদ আলী, মো. আশক আলী, মো. ছিদ্দিকুর রহমান, আহমদ আলী, মৃত আসেক আলী, মো. আলা উদ্দিন, মৃত আবুল হাসেন খাঁন, মৃত আলাউদ্দিন, মৃত আব্দুল আহাদ, ছোরাব আলী, মৃত মছলন্দর আলী, মৃত ওমর আলী, মো. মন্তাজ, গোলাম মোস্তফা। বিশ্বম্ভরপুরের মৃত মো. হাবিবুর রহমান, মো. মেজবাহ উদ্দিন খাঁ, মৃত আলী মিয়া, মতি মিয়া, ইসলাম উদ্দিন, নজির হোসেন, ধীরেন্দ্র কুমার সরকার, মৃত আবু চান, মো. ইদ্রিস, মৃত লিলু মিয়া, মো. ইন্তাজ আলী, সাহেব আলী। তাহিরপুরের মো. উস্তার আলী আখঞ্জী, ডা. লুৎফুর রহমান (লাল মিয়া), মরহুম রুকুনুজামান, মরহুম আলমাস উদ্দিন, মরহুম সুধীর চন্দ্র সরকার, মরহুম হোসেন আলী, মরহুম খসরু শেখ, মরহুম আব্দুছ ছাত্তার। জামালগঞ্জ উপজেলার মো. হারিছ আলী, মৃত মিছির আলী, মো. হরমুজ আলী। দিরাই উপজেলার মৃত লাল মোহন দাস, তৈয়ব মিয়া ফকির, মো. আবুল হোসেন, জোবেদ আলী, মো. গোলাম কবির চৌধুরী, আব্দুল হাফিজ, বীরেন্দ্র কুমার দাস, নিরঞ্জন দাস, মৃত চান্দ মিয়া, অমর চান্দ তালুকদার, মৃত বরদা কান্ত দাস, মো. সামছুল আলম, গজেন্দ্র কুমার দাস, হরেন্দ্র তালুকদার, মৃত শিরমনি দাস। ছাতক উপজেলার উস্তার আলী, উমা শংকর এষ চৌধুরী, মৃত চমক আলী, আব্দুল মানিক, মৃত জ্যোতির্ময় মুন্সি, আজাহার আলী।
মৌলভীবাজার : সদর উপজেলার মৃত আলহাজ আজিজ আহমদ বেগ, হারুনুর রশিদ, মৃত আব্দুল খালেক, মোহাম্মদ গোলাম মাওলা। শ্রীমঙ্গল উপজেলার মোহাম্মদ ইকবাল। কুলাউড়া উপজেলার মৃত সৈয়দ কামাল নবী (এখলাছ), শহীদ আরজু মিয়া, মৃত ফরহাদ মিয়া, মৃত আব্দুর রহমান, ইলিয়াছ আলী, সমির উদ্দিন আহমেদ, প্রহল্লাদ সিংহ, দেবেন্দ্র সিংহ। বড়লেখা উপজেলার মুজিবুল হক, মরহুম সমছ উদ্দিন, মৃত ডা. আব্দুল খালেক, সিরাজ মিয়া, মো. মোনাতাজির আলী, মো. সরফ উদ্দিন, আব্দুল আজিম, মৃত মো. মইনুল ইসলাম।
হবিগঞ্জ : সদর উপজেলার হাজী মো. আব্দুল মজিদ, মৃত আব্দুস ছামাদ খান। আজমিরীগঞ্জ উপজেলার হরে কৃষ্ণ দাস, রঙ্গলাল দাস, পিতাম্বর দাস, রাকেশ চন্দ্র সরকার। নবীগঞ্জ উপজেলার নরেন্দ্র কুমার দাশ, কালিপদ মহালদার, মো. সঞ্জব আলী, সৈয়দ আব্দুল মতিন, ডা. যোগেন্দ্র কিশোর বিশ্বাস, শাহ আবদুল গনি, মৃত আব্দুল আউয়াল চৌধুরী, মো. ইজাজ মিয়া, মরহুম দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী, সত্য রঞ্জন দাশ, অহিদুর রহমান চৌধুরী, মৃত মাখন চন্দ্র দাশ। বাহুবল উপজেলার আ. খালেক, শাহ হারুন মিয়া। চুনারুঘাট উপজেলার মো. বশির মিয়া। লাখাইয়ের মো. আহাদ হোসেন, মাধবপুর উপজেলার মো. জসিম উদ্দিন, মরহুম গোলাপ খাঁন, ডা. সুখেন্দ্র দেবনাথ, আফিজ উদ্দিন, মরহুম মাহবুব উদ্দিন চৌধুরী, আবু সিদ্দিক মোহাম্মদ কবির, শহীদ নুর মিয়া ভূইয়া, মো. খুর্শেদ আলী, মৃত মোমরাজ মিয়া, দিলীপ কুমার পাল, শহীদ মকবুল আলী, শহীদ সিরাজ মিয়া, শহীদ মো. জারু মিয়া, মরহুম খুর্শেদ আলম চৌধুরী।
রংপুর : বদরগঞ্জ উপজেলার মৃত রোস্তম আলী। গংগাচড়া উপজেলার মৃত নজরুল ইসলাম। মিঠাপুকুর উপজেলার মো. আমজাদ হোসেন, মো. আবুল হোসেন সরকার। পীরগাছা উপজেলার মো. মাহবুবার রহমান, কেএসএনএম জহুরুল ইসলাম খান, মোসলেম উদ্দিন। মহানগর উপজেলার মো. শাহাজাহান আলী, সৈয়দ আবুল কালাম। কুড়িগ্রাম সদর উপজেলার মো. আব্দুল বাতেন, মো. আবু হোসেন, মো. আব্দুল হালিম মিয়া, মৃত ইয়াকুব আলী, শেখ মো. আমান উল্যা, মৃত শেখ মোহাম্মদ আহসান উল্ল্যা, মো. ইউনুছ আলী, মৃত গোলজার হোসেন, মো. আব্দুর রহমান।
নীলফামারী : সদর উপজেলার মো. তফেল উদ্দিন, মো. গোলাম সোবহানী ভুইয়া, জালাল উদ্দিন আহমেদ, মো. আলী আজম, ত্রৈলক্ষ্য নাথ রায়, শ্রী রাজেন্দ্র নাথ রায়, মৃত আব্দুস সাত্তার।
লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলার মো. ফজলুল হক, মৃত আবু বক্কর সিদ্দিক, মো. মোজাহারুল ইসলাম, মো. নজরুল ইসলাম। লালমনিরহাট সদর উপজেলার মো. আব্দুস সামাদ সরকার, মো. আনছার আলী, মৃত নুরুল ইসলাম, মো. আবু তালেব, মো. আব্দুল খালেক, মো. সেকান্দার আলী, মৃত আছি উদ্দিন, শ্রী অনাথ বন্ধু রায়, মো. আসাদুল ইসলাম ফাতেমী, মৃত ফজলুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. শাহ আলম, একেএম সারওয়ার আলম সরকার, মো. সোনাউল্ল্যা, মো. মঞ্জুরুল আলম মন্টু, মো. মিনারুল ইসলাম।
গাইবান্ধা : সাদুল্লাপুর উপজেলার মৃত মোহাম্মদ আলী খান। সুন্দরগঞ্জ উপজেলার ময়েজ উদ্দীন প্রামাণিক, মৃত নুর আলম সরকার, মো. নুরুল আমিন।
দিনাজপুর : সদর উপজেলার মৃত আজিজুর রহমান (অ্যাড.), মো. আমজাদ আলী, মৃত আব্দুর রহমান, মো. আব্দুস সামাদ, মো. আব্দুল গফফার, মো. মোশারফ হোসেন, মৃত আবু তোরাব আমান উল্লাহ আহমদ, মৃত আবু তাহের, মো. সজির উদ্দিন আহমেদ, কালী বিলাস রায়, মো. আবুল হোসেন, মো. ইয়াছিন আলী, মো. লতিফুর রহমান সরকার, মো. আব্দুল হামিদ, মো. আব্দুস সামাদ, মৃত আনিসুর রহমান, মো. দুলাল মিয়া, মৃত মাইকেল মার্ডি, মো. হাসান আলী, মরহুম আসাদুল্লাহ, মো. আব্দুল গফুর, মো. মোসলেম উদ্দিন, মো. আব্দুল লতিফ। খানসামা উপজেলার মো. আজিজুল হক শাহ, রাফায়েল মুরমু। চিরিরবন্দর উপজেলার মো. আবু সাঈদ মোল্লা, মো. মতিনুল হক, দ্বীজেন্দ্র নাথ রায়, মো. আবু বকর সিদ্দিক, শ্রী ধীরেন চন্দ্র দাস, মৃত আব্দুল মজিদ সরকার, আইয়ুব আলী সরকার, শ্রী বিরেন্দ্র নাথ রায়, মো. ছলিম উদ্দীন। বিরামপুর উপজেলার মো. ফরমান আলী, মো. সজিমুদ্দিন, মো. সহিদুল ইসলাম, মৃত খমির উদ্দিন মন্ডল। ঘোড়াঘাট উপজেলার কাজী নাজিমুদ্দিন চৌধুরী। নবাবগঞ্জ উপজেলার মো. আব্দুল লতিফ, মো. মোজাফফর হোসেন, মো. আজিবর রহমান।
পঞ্চগড় : আটোয়ারী উপজেলার মৃত রহিম উদ্দীন, মৃত রবিউল হোসেন চৌধুরী। বোদা উপজেলার মৃত সফিকুল আলম চৌধুরী, মো. আব্দুর রহমান, মৃত আফজাল হোসেন, মৃত মহসীন আলী। পঞ্চগড় সদর উপজেলার মো. আশরাফুল ইসলাম, মো. আলতাফ হোসেন, মৃত আবু বক্কর ছিদ্দিক, সতীশ চন্দ্র রায়, মো. রইস উদ্দীন, মো. জমাল উদ্দীন, মৃত গহিম উদ্দীন, মো. সিরাজুল ইসলাম, মো. শফিকুল ইসলাম (শুকুরু)।

বিষয়- জাতীয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর