সেবা গ্রহিতাদের প্রতি আরও বেশি মানবিক হতে হবে;গাজীপুরে হাইওয়ে অতিরিক্ত পুলিশ প্রধান
: ১৬ জানুয়ারি ২০২৫খ্রি: (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয় হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের আওতাধীন সালনা হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন এবং মতবিনিময় সভায় যোগদান করেন।
এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স উত্তর) জনাব ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স উত্তর) জনাব মো: শামসুল আলম; গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া; অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সীমা রানী সরকার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অতিরিক্ত আইজি) জনাব শাহেদ আহমেদ চৌধুরী; সহকারী পুলিশ সুপার(গাজীপুর সার্কেল) জনাব আবু হাসান; সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব ছালেহ আহমেদ এবং নাওজোড় হাইওয়ে থানা অফিসার ইনচার্জ জনাব রইছ আহমেদসহ সালনা হাইওয়ে থানার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সালনা হাইওয়ে থানার অফিসার ও ফোর্সদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সকল সদস্যবৃন্দকে নিষ্ঠা,সততা, শৃঙ্খলা,পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে মানবিক হবার জন্য গুরুত্ব আরোপ করেন এবং সেবা গ্রহীতাদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত করেন।